Durga Puja 2021: পুজো শেষে কৈলাশে ফিরছেন উমা, ঘাটে ঘাটে চলছে মূর্তি বিসর্জন
পুজো শেষ৷ বাপের বাড়িতে চার দিন কাটিয়ে আজ সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে ফিরছেন উমা৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে আজ দেবী পাড়ি দেবেন কৈলাসে৷ আনন্দের উৎসবে বিষাদের সুর।
দেবীকে বিদায় জানাতে গঙ্গার বিভিন্ন ঘাটে শুরু হয় বিসর্জনের প্রস্তুতি। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷
বেলা গড়াতেই বাবুঘাটে শুরু হয় ঘট বিসর্জন। একে একে ঘাটে আসতে শুরু করে বাড়ির প্রতিমাগুলি। বিসর্জন উপলক্ষে বিকেল ৪টে থেকে বন্ধ ছিল চক্ররেল পরিষেবা।
দশমীর সকালে গঙ্গার ঘাটে শুরু হয় বিসর্জন পর্ব। করোনা আবহে রয়েছে নিয়মের কড়াকড়ি। মণ্ডপ থেকে সরাসরি প্রতিমা আনা হয় গঙ্গার ঘাটে।
শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়নি। শুধুমাত্র ৩ জনকে ঘট বিসর্জনের জন্য গঙ্গায় নামার অনুমতি দেওয়া হয়। নজরদারির দায়িত্বে রয়েছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা।
বাবুঘাট, গ্বলিয়র ঘাট, আহিরীটোলা ঘাট, সর্বমঙ্গলা ঘাট-সহ ২৪টি ঘাটে বিসর্জন হয়। ড্রোনের মাধ্যমে নজরদারি চালায় পুলিশ।
রিভার ট্রাফিক পুলিশকেও সতর্ক করা হয়। বোট নিয়ে নদী পথে নজরদারি চালায় তারা। প্রতিটি ঘাটে মোতায়েন ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘাটমুখী রাস্তায় নজরদারির দায়িত্বে ছিলেন ডেপুটি পদমর্যাদার অফিসাররা।
উমার শ্বশুরবাড়ি ফেরার পালা৷ আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ আর কিছুক্ষণ পরেই মণ্ডপে শুরু হবে দেবী-বরণের প্রস্তুতি৷ এরপর হবে সিঁদুর খেলা, কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ৷
বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা৷ এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে বলে ওঠা, আসছে বছর আবার এসো মা৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -