Durga Puja 2021: সপ্তমীতে এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল কোন কোন পুজোগুলি
‘মননে সেরা’ বেহালা নূতন দল। বেহালা নূতন দলের এবছরের থিম স্মৃতিকথা। প্রাচীন ঠাকুর দালানের আদলে মণ্ডপসজ্জা। পুরনো আসবাব, ঝাড়বাতি যেন সেই ইতিহাসের দ্যোতক। মণ্ডপ জুড়ে পরিচিত গান-কবিতার লাইন। উপস্থাপনায় অভিনবত্বের জন্য, এবছর এবিপি আনন্দর মননে সেরার সম্মান জিতে নিল বেহালা নূতন দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘অনুভবে সেরা’ বোসপুকুর শীতলা মন্দির। বোসপুকুর শীতলা মন্দিরের এবছরের থিম টান। মায়ের সঙ্গে আত্মিক টান। সেই সঙ্গে মণ্ডপে জনসাধারণের উদ্দেশ্যে ধূমপানবিরোধী বার্তাও দেওয়া হয়েছে। এবছর বোসপুকুর শীতলামন্দির জিতে নিয়েছে এবিপি আনন্দের অনুভবে সেরার সম্মান।
‘উপস্থাপনায় সেরা‘ ভবানীপুর অবসর। এবছর তাঁদের পুজো মণ্ডপে এমন মানুষদের শ্রদ্ধা জানানো হয়েছে, একসময় যাদের কাঁধে ছিল কলকাতার বড় বড় পুজোর গুরুদায়িত্ব।
‘লোকশিল্প প্রয়োগে সেরা’ পশ্চিম পুটিয়ারি পল্লি উন্নয়ন সমিতি। পশ্চিম পুটিয়ারি পল্লি উন্নয়ন সমিতির বিষয় ভাবনায় তুলে ধরা হয়েছে সৌর জনজাতির জীবনযাত্রা, লোকসংস্কৃতি। ওড়িশা এবং তেলঙ্গানার সীমানা এলাকায় বসবাস এই জনজাতির। তাদেরই কারুকাজ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। লোকশিল্প প্রয়োগে সেরার শারদ আনন্দ সম্মান পেল ৬৭ বছরের এই পুজো।
‘শিল্পবোধে সেরা’ কালীঘাট মিলন সঙ্ঘ। বাংলার দুর্গাপুজোর সঙ্গে চালচিত্রের সম্পর্ক নিবিড়। সেই চালচিত্রই কালীঘাট মিলন সঙ্ঘের বিষয় ভাবনা। চালচিত্রেই একসময় ফুটে উঠত সামাজিক বাস্তবতার প্রতিফলন। যে শিল্পীদের হাতের কারুকাজে সেজে ওঠে পুজো, তাঁদের জীবনচিত্রই তুলে ধরা হয়েছে কলীঘাট মিলন সঙ্ঘের চালচিত্রে। শিল্পবোধে সেরার শারদ আনন্দ সম্মান উঠল ৭৮ বছরের এই পুজোর হাতে।
‘হস্তশিল্পে সেরা’ অগ্রদূত উদয় সঙ্ঘ। ভবানীপুরের অগ্রদূত উদয় সঙ্ঘের এবারের বিষয় ভাবনা বাংলার হস্তশিল্প। তালপাতার পাখা, সুতো ও কুরুশের কাজ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। হস্তশিল্পে সেরার শারদ আনন্দ সম্মান পেল ৭৫ বছরের এই পুজো।
‘সংস্কৃতি ভাবনায় সেরা’ কাঁকুড়গাছি যুবকবৃন্দ। কাঁকুড়গাছি যুবকবৃন্দের বিষয় ভাবনা যাত্রা শুরু। চিত্পুরের অতি পরিচিত যাত্রাপাড়ার অন্দরমহলই যেন উঠে এসেছে কাঁকুড়গাছিতে। যাত্রার পোস্টার, ব্যানার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। ৯১ বছরের এই পুজোর হাতেই উঠল সংস্কৃতিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান।
‘বর্ণবৈচিত্রে সেরা’ লালাবাগান নবাঙ্কুর সঙ্ঘ। লালাবাগান নবাঙ্কুর সঙ্ঘের এবারের বিষয় ভাবনা দর্পণ। মণ্ডপ জুড়ে দর্পণের ব্যবহার।এছাড়াও মণ্ডপের এক জায়গায় বিশাল একটি দর্পণ রাখা হয়েছে, যাতে ধরা পড়েছে প্রতিমার প্রতিচ্ছবি। মণ্ডপেও রঙের জৌলুস। রঙিন কাপড় থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীর ব্যবহারে গোটা মণ্ডপে যেন ফুটে উঠেছে বর্ণচ্ছটা। ৬২ বছরের এই পুজোই বর্ণবৈচিত্রে সেরার শারদ আনন্দ সম্মান জিতে নিল।
‘অভিনবত্বে সেরা‘ বেলেঘাটা ৩৩ পল্লি।
‘নান্দনিকতায় সেরা’ কাশী বোস লেন। কাশী বোস লেনের এবছরের থিম অপূর্ণা। বিশ্বের কোনও কিছুই পূর্ণ নয়। অর্থাত্ পারফেক্ট নয়। কিন্তু, মায়ের উপস্থিতিসতে সেই সব অপূর্ণতাই পূর্ণতা পায়। পরিপূর্ণ হয়ে ওঠে প্রকৃতি। সুন্দর হয়ে ওঠে পৃথিবী। এই অপূর্ব নন্দন-ভাবনার জন্য, এবছর এবিপি আনন্দের নান্দনিকতায় সেরার সম্মান জিতে নিয়েছে কাশী বোস লেনের পুজো।
‘সহমর্মিতায় সেরা‘ নলিন সরকার স্ট্রিট। একটা সময় হাতে আঁকা সিনেমার পোস্টারের খুব চল ছিল। তুলির টানেই নজর কাড়ত বিজ্ঞাপন। সাইনবোর্ডও হত হাতে আঁকা। কিন্তু ডিজিটাল যুগে সেসব অতীত হতে চলেছে। এই বাস্তবটাকেই, ৮৯ বছরে থিমের মাধ্যমে তুলে ধরেছেন উদ্যোক্তারা।
‘ইতিহাস চেতনায় সেরা’ উল্টোডাঙা বিধান সঙ্ঘ। দেশভাগের দুঃখ, বেদনাকে তুলে ধরা হয়েছে উল্টোডাঙা বিধান সঙ্ঘের পুজোয়। বিষয় ভাবনা কাঁটাতার। একাত্তরের মা একুশেও কাঁদে- ছিন্নমূল মানুষের এই জীবন যন্ত্রণাকে ফুটিয়ে তুলতে কাঁটাতার দিয়ে তৈরি হয়েছে ইনস্টলেশন। ইতিহাসচেতনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল ৫৩ বছরের এই পুজো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -