Durga Puja 2021: থিমের অভিনবত্বে এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান জিতল এই পুজোগুলি
করোনাকালে দ্বিতীয় পুজো। অতিমারীর অভিঘাত কাটিয়ে পুজোর আনন্দে সামিল আপামর বঙ্গবাসী। থিমের অভিনবত্ব দিয়ে মানুষের মন জয়ের চেষ্টা। আর তাতেই চমকে দিল কলকাতার একাধিক পুজো কমিটি। সেই লড়াইয়ে সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান। ‘বাস্তবতায় সেরা’ ত্রিধারা সম্মিলনী ৭৫ তম বর্ষে ত্রিধারা সম্মিলনীর থিম-একুশে উৎসব নয়, শুধুই পুজো। বাস্তবতায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘নির্মাণ ভাবনায় সেরা’ শ্রীভূমি স্পোর্টিং লেকটাউনের ব্যস্ত রাস্তা থেকে উঁকি দিচ্ছে এক টুকরো দুবাই। কারণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের পুজোর মণ্ডপ বুর্জ খালিফার আদলে। মা সেজেছেন ৪৫ কেজি সোনার গয়নায়। নির্মাণ ভাবনায় এবারের সেরা পুজোর সম্মান ছিনিয়ে নিল শ্রীভূমি স্পোর্টিং।
‘লোকসংস্কৃতি ভাবনায় সেরা’ বালিগঞ্জ ২১ পল্লি ৭৫ তম বর্ষে লোকসংস্কৃতি ভাবনায় শারদ আনন্দ সম্মান পেল ২১ পল্লি। বাংলার নিজস্ব মাটির পুতুলের শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপজুড়ে।
‘সমসাময়িকতায় সেরা’ টালা পার্ক প্রত্যয় ৯৬ বছরে টালা পার্ক প্রত্যয়ের বিষয় ভাবনা - নির্বাধ। অর্থাত্ বাধাহীন। সমসাময়িকতায় সেরার শারদ সম্মানের শিরোপা এবার তাদের মাথায়।
‘সৃজনে সেরা’ মুদিয়ালি ক্লাব ৮৭ তম বর্ষে এবার মুদিয়ালির ভাবনা, পুজোর জন্য পুজো। সৃজনে সেরা পুজোর শারদ আনন্দ সম্মান পেল মুদিয়ালি ক্লাব।
‘আলোকসজ্জায় সেরা’ কলেজ স্কোয়ার ৭৪ বছর ধরে একইরকম সাবেকি সাজে মা। নজরকাড়া ঝাড়লণ্ঠন। আর চোখ ধাঁধানো আলোকসজ্জা। জলাশয়ে প্রতিফলিত হাজার আলোর ঝলকানি। আলোকসজ্জায় সেরার স্বীকৃতি ছিনিয়ে নিল কলেজ স্কোয়ার।
‘অনুভবে সেরা’ নাকতলা উদয়ন সঙ্ঘ দেশভাগের কথা মনে পড়লেই আজও ঝাপসা হয় চোখ। সেই দেশভাগের যন্ত্রণার ছবিই ফুটে উঠেছে নাকতলা উদয়ন সঙ্ঘের ৩৬ তম বর্ষের পুজো মণ্ডপে। এবার তাঁদের ভাবনা চলচিত্র। এই পুজোই এবার এবিপি আনন্দর চোখে অনুভবে সেরা।
‘স্থাপত্য ভাবনায় সেরা’ চেতলা অগ্রণী কাল্পনিক মন্দিরের আদলে সেজেছে এবার চেতলা অগ্রণীর মণ্ডপ। স্থাপত্য ভাবনায় সেরার শিরোপা এবার তাঁদের দখলে।
‘বিশেষ জুরি সম্মান’ লাহা কলোনি বিবেক সঙ্ঘ ৭১ তম বর্ষে দমদমের লাহা কলোনি বিবেক সঙ্ঘের এবারের থিম আঁধারে আলো।
‘বিশেষ জুরি সম্মান’ সল্টলেক আইএ ব্লক একচালার প্রতিমা। পুজোর চারটে দিন সাংস্কৃতিক অনুষ্ঠান মাস্ট। সল্টলেক আইএ ব্লক-এ চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি।
‘বিশেষ জুরি সম্মান’ সিদ্ধেশ্বরী অ্যাথলেটিক ক্লাব দমদমের সিদ্ধেশ্বরী অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে বেতোয়ারা দুর্গোৎসবের পুজো এবার ৭১ বছরে পা রাখল। প্রতিমা থেকে মণ্ডপ সবেতেই এখানে সাবেকিআনার ছোঁয়া।
‘বিশেষ জুরি সম্মান’ জয়রামপুর সর্বজনীন দুর্গাপুজা কমিটি বেহালার জয়রামপুর সর্বজনীন দুর্গাপুজা কমিটি। ৭৪ বছরে এবার তাঁদের থিম প্রচেষ্টা।
‘বিশেষ জুরি সম্মান’ বিবেকানন্দ সমবায় আবাসন কাঁকুরগাছির বিবেকানন্দ সমবায় আবাসনের পুজো এবার ৫১ বছরে পা রাখল। সাবেকি ঘরানার এই পুজো সম্পূর্ণভাবেই মহিলা পরিচালিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -