Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Durga puja 2021: 'জলমগ্ন বসতি' এবারের থিম খিদিরপুর পল্লি শারদীয়ার, নয়া ভাবনা অবাক করছে মহানগরকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Sep 2021 08:23 PM (IST)
1
সঞ্চয়ন মিত্র, কলকাতা: করোনাকালে পুজো বাজেটে কাটছাঁট হলেও থিমের ভাবনায় কোনও কাটছাঁট হয়নি। বরং অভিনবত্ব রেখেই সেজে উঠছে শহরের বিভিন্ন মণ্ডপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
এবারে ৮০ বছরে পড়ছে খিদিরপুর পল্লি শারদীয়া। থিমের নাম দেওয়া হয়েছে- অভিযোজন।
3
এই থিমের ভাবনা শিল্পী রাজু সরকারের। জানান হয়, পরিবেশবিদরা সতর্ক করেছেন সমুদ্রের জলস্তর বাড়ছে। এভাবে চললে কিছু বছর পর কলকাতার নিচু জায়গাগুলো জলে ডুবে যাবে।
4
খিদিরপুরও কলকাতার নীচু অঞ্চলগুলির মধ্যে একটি। বার বার বন্যার জল ঢুকলে কেমন হতে পারে মানুষের বসতি, সেটিই এই মণ্ডপে ফুটিয়ে তোলা হবে।
5
শিল্পীর কল্পনায় তারই এক রূপকল্প দেখতে চলেছে শহরবাসী। এমন ভাবনা এর আগে হয়নি বলেই বিশ্বাস।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -