Durga Puja 2021: অষ্টমীতে এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল কোন কোন পুজোগুলি
অতিমারী সঙ্কটের মধ্যেই উমার আরাধনায় ব্যস্ত বাঙালি। একঘেয়েমি থেকে মুক্তি পেতে উৎসবের আনন্দে সামিল হয়েছে গোটা রাজ্য। এই জেগে ওঠার মাঝেই খুঁজে নেওয়া সেরা পুজো। চমকে দেওয়া সব বিষয় ভাবনা, শিল্পের ছোঁয়ায় সেজে উঠেছে বিভিন্ন পুজো মণ্ডপ। করোনা বিধি মেনে চলছে দেবী দুর্গার আরাধনা। এরই মধ্যে ভাবনায়, উত্কর্ষে সেরা পুজোগুলির হাতে উঠল শারদ আনন্দ সম্মান। ‘উদ্ভাবনে সেরা’ চোরবাগান সর্বজনীন। চোরবাগান সর্বজনীনের এবারের পুজোর বিষয় ভাবনা ছত্রছায়া। ধূসর রঙের ইট দিয়ে গড়ে তোলা হয়েছে ছোট্ট এক মণ্ডপ। দেখলে মনে হতে পারে, দুর্গা সেই মণ্ডপে সন্তানদের নিয়ে ক্ষণিক বিশ্রাম নিতে এসেছেন। উদ্ভাবনে সেরার শারদ আনন্দ সম্মান পেল ৮৬ বছরের এই পুজো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘কারুশিল্পে সেরা’ ঠাকুরপুকুর এসবি পার্ক। ঠাকুরপুকুর এসবি পার্কের পুজোর বিষয় ভাবনা কারুসেবা। বাংলার শোলা শিল্প দিয়েই প্রতিমা ও অলঙ্করণ করা হয়েছে। মণ্ডপ সাজানো হয়েছে শোলার কাজ দিয়ে। ৫১ বছরের এই পুজোর হাতে উঠল কারুশিল্পে সেরার এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মান।
‘মাতৃরূপে সেরা’ শ্যামাপল্লি শ্যামা সঙ্ঘ। যাদবপুরের শ্যামাপল্লি শ্যামা সঙ্ঘের বিষয় ভাবনা বাঁধের ওপর দেবীর আরাধনা। নদীর পাড়ের বাসিন্দাদের কার্যত বছরভর থাকতে হয় প্রকৃতির মুখ চেয়ে। ঝড়, জল, দুর্যোগে বাঁধ ভাঙলেই বিপদ। সেই বাঁধ নির্ভর যাঁদের জীবন, তাঁদের কথা মনে রেখেই শ্যামাপল্লি শ্যামা সঙ্ঘে বাঁধের ওপর পুজোর আয়োজন। মাতৃরূপে সেরার শারদ আনন্দ সম্মান পেল ৪২ বছরের এই পুজো।
‘সম্প্রীতি ভাবনায় সেরা’ বোসপুকুর তালবাগান। বোসপুকুর তালবাগানের পুজো ৩০ বছরে পড়ল। কৃষকদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারের বিষয় ভাবনা, ধরো হাল শক্ত হাতে। মণ্ডপের সামনে রাখা হয়েছে বড় একটি কাস্তে। এছাড়াও মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে খড়, কাস্তে, কোদাল। সম্প্রীতিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল তালবাগানের পুজো।
‘অভিনব ভাবনায় সেরা’ মাস্টারদা স্মৃতি সঙ্ঘ। মাস্টারদা স্মৃতি সঙ্ঘের ৬৯-তম বর্ষের থিম-বিভ্রম। আধুনিক আট ফর্মের ছোঁয়ায় তৈরি করা হয়েছে অপটিক্যাল ইলিউশন যাতে ধাঁধিয়ে যাবে চোখ। রয়েছে মানানসই প্রতিমা। ভাবনার অভিনবত্বে এবার এবিপি আনন্দ শারদ সম্মান জিতে নিয়েছে এই পুজো।
‘সমাজবোধে সেরা’ চক্রবেড়িয়া সর্বজনীন। যুগে যুগে লাঞ্ছিত নারী। তবুও তারা হেরে যায়নি। সেই ভাবনাকে সম্মান জানিয়ে চক্রবেড়িয়া সর্বজনীনের এবারের থিম ‘অপরাজিতা’। এবার এই পুজোর ৭৬ বছর। মণ্ডপের বাইরে অবিন্যস্ত চুলের নারীমূর্তি, ভেতরে শঙ্খের আদলে মণ্ডপ। সমাজবোধে সেরার শারদ আনন্দ সম্মান পেয়েছে চক্রবেড়িয়া সর্বজনীন।
‘শিল্প ভাবনায় সেরা’ আহিরীটোলা সর্বজনীন। ৮২তম বর্ষে আহিরীটোলা সর্বজনীনের বিষয়ভাবনা সংকল্প। মণ্ডপে গেলে মনে হবে, যেন আমদাবাদ। নজর কাড়বে মাতৃপ্রতিমা। এবিপি আনন্দের নজরে শিল্পভাবনায় সেরার খেতাব আহিরীটোলা সর্বজনীনের।
‘ভিন্ন ভাবনায় সেরা’ ৬৬ পল্লি। দেবীর আবাহনে নারী। পাঁচ মহিলার পৌরোহিত্যে ৭১ বছরের পুজো ৬৬ পল্লিতে। থিম- মায়ের হাতে মায়ের আবাহন। মুক্ত ভাবনায় চিরাচরিত প্রথার বিরুদ্ধে হেঁটে এবার এবিপি আনন্দর শারদ সম্মান পেল এই পুজো।
‘শিল্পবোধে সেরা’ দমদম তরুণদল। সুরের সাহায্যে দর্শকদের বাঁধতে চায় দমদম তরুণদল। তাদের এবারের বিষয় ভাবনা সুর। পুজোর উদ্যোক্তাদের মতে, অসুর দমন করার থেকেও বেশি দরকার অসুরের অ বাদ দিয়ে সুরটাকে ধরা। কারণ, এই সুরই বাঁধতে পারে সকলকে। মণ্ডপ তৈরি করতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকমের বাঁশ। ৪৪ বছরের এই পুজোই এবার শিল্পবোধে সেরার শারদ আনন্দ সম্মান জিতে নিল।
‘সমাজবোধে সেরা’ তেলেঙ্গাবাগান। করোনার দ্বিতীয় ওয়েভের প্রকোপ যখন মাথাচাড়া দিয়েছিল, সে সময় গোটা দেশেই অক্সিজেনের চাহিদা উঠেছিল তুঙ্গে। সাধারণ মানুষের সেই অসহায় অবস্থার কথা মনে রেখেই এবছর তেলেঙ্গাবাগান সর্বজনীনের পুজোর বিষয় ভাবনা অক্সিজেন প্লান্ট। মণ্ডপ সাজানো হয়েছে কৃত্রিম অক্সিজেন প্লান্ট, সিলিন্ডার, স্টোর রুম দিয়ে। সমাজবোধে সেরার এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মান উঠল ৫৬ বছরের এই পুজোর হাতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -