Durga Puja 2021: বিষয় ভাবনার অভিনবত্বে এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান জিতল এই পুজোগুলি

web-panchami-thumbnail-111021

1/12
অতিমারী সঙ্কটের মধ্যেই উমার আরাধনায় ব্যস্ত বাঙালি। একঘেয়েমি থেকে মুক্তি পেতে উৎসবের আনন্দে সামিল হয়েছে গোটা রাজ্য। এই জেগে ওঠার মাঝেই খুঁজে নেওয়া সেরা পুজো। বিষয় ভাবনার বৈচিত্রকে কুর্নিশ জানাতে সেরা পুজোগুলিকে দেওয়া হল এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান। ‘কাব্যপ্রয়োগে সেরা’ জগৎ মুখার্জি পার্ক। ৮৫ বছরের পুজোর বিষয় ভাবনা, বিচ্ছিন্নতা। করোনা আবহে প্রাসঙ্গিক হয়ে উঠেছে কবি শঙ্খ ঘোষের লেখা পংক্তি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কাব্যপ্রয়োগে সেরার শারদ আনন্দ সম্মান ছিনিয়ে নিল জগৎ মুখার্জি পার্কের পুজো।
2/12
‘দৃশ্যকল্পে সেরা’ হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং। পুজো ঘিরে নানা প্রথা, দেবী মাহাত্ম্যে বিশ্বাস। হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ৫৬ বছরের পুজোর বিষয় ভাবনা, দুর্গাতলা। এই পুজো পেল দৃশ্যকল্পে সেরার শারদ আনন্দ সম্মান।
3/12
‘রূপায়ণে সেরা’ বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন। ৯৪ বছরের পুজোর বিষয় ভাবনা, সংহতি। কৃষ্ণের জীবন-গাথার পাশাপাশি মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য। রূপায়ণে সেরার শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো।
4/12
‘সচেতনতায় সেরা’ শিবমন্দির। শিবমন্দিরের পুজোর বয়স ৮৫ বছর। করোনা আবহে লকডাউন পর্বে যাদের ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছিল, তাদের সম্মান জানাতে পুজোর আয়োজন। সচেতনতায় সেরার শারদ আনন্দ সম্মান পেল শিবমন্দিরের পুজো।
5/12
‘সাবেকিয়ানায় সেরা’ বাগবাজার সর্বজনীন। বারোয়ারি পুজোয় বনেদিয়ানার ছাপ। ঐতিহ্যর সঙ্গে ইতিহাসের মেলবন্ধন। ১০৩ বছরের পুজোর এটাই বিশেষত্ব। সাবেকিয়ানায় সেরার শারদ আনন্দ সম্মান ছিনিয়ে নিল বাগবাজার সর্বজনীনের পুজো।
6/12
‘উপকরণে সেরা’ হরিদেবপুর নিউ স্পোর্টিং। হরিদেবপুর নিউ স্পোর্টিংয়ের পুজোর বয়স ১৬ বছর। এবারের থিম, বল্মীক। গোটা মণ্ডপটাই উইয়ের ঢিপি। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি প্রতিমা। উপকরণে সেরার শারদ আনন্দ সম্মান পেল হরিদেবপুর নিউ স্পোর্টিং।
7/12
‘সাবেকিয়ানায় সেরা (দক্ষিণ)’ ম্যাডক্স স্কোয়ার। সোনালি ডাকের সাজে সজ্জিতা বিশাল প্রতিমা, সঙ্গে নজরকাড়া ঝাড়বাতি। ঐতিহ্যের ধারা বজায় রেখে এবারের সাবেকিয়ানায় সেরা (দক্ষিণ) শারদ আনন্দ সম্মান পেল ম্যাডক্স স্কোয়ার। এবার পুজোর ৮৬তম বছর।
8/12
‘শারদ-আবহে সেরা’ রাজডাঙা নব উদয় সঙ্ঘ। পুজো বলতে আমরা যা বুঝি মেলা, আড্ডা, হইচই -- তার সমস্তটাই ফুটিয়ে তোলা হয়েছে রাজডাঙা নব উদয় সঙ্ঘের মণ্ডপে। দুর্গা এখানে ডাকের সাজে। ৩৮তম বর্ষে পুজোর থিম কোলাজ। মণ্ডপ জুড়ে শরতের আবহ তৈরি করে শারদ আবহে সেরার আনন্দ সম্মান পেল রাজডাঙা নব উদয় সঙ্ঘ।
9/12
‘চিন্তনে সেরা’ হিন্দুস্তান পার্ক। হিন্দুস্তান পার্কের পুজোর এবার ৯১ বছরে পা। থিম উন্মোচন। মরচে ধরা মণ্ডপ, তারই মধ্যে থরে থরে সাজানো প্লাস্টিকে ঢাকা প্রতিমা। একমাত্র উন্মোচিত দুর্গা। পুজো উদ্যোক্তারা বোঝাতে চেয়েছেন, করোনা আবহে কোথাও যেন থমকে গিয়েছে সময়। মানুষ চেয়েও বের হতে পারছে না। বিষয় ভাবনার অভিনবত্বে এবার চিন্তনে সেরা হিন্দুস্তান পার্ক।
10/12
‘রূপকল্পে সেরা’ সন্তোষ মিত্র স্কোয়ার। রাজস্থানের জয়পুরের লক্ষ্মী-নারায়ণ মন্দির। মার্বেলে তৈরি সেই মন্দিরের আদলে সন্তোষ মিত্র স্কোয়ারে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। সাদা কাপড়ের ওপর আলোর প্রতিফলনে যে কেউ সেটাকে মার্বেলের মন্দির বলে ভাবতে পারেন। আর এমন চমক দিয়েই এবিপি আনন্দর রূপকল্পে সেরা পুজোর শারদ আনন্দ সম্মান ছিনিয়ে নিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। এবার তাদের পুজো ৮৬ বছরে পড়ল।
11/12
‘সামগ্রিকতায় সেরা’ সুরুচি সঙ্ঘ। সরুচি সঙ্ঘের পুজো এবার পড়ল ৬৮ বছরে। এবার তাদের থিম-আবদার। পুজো আসার আগেই ছোটদের নতুন জামা-কাপড়ের আবদার শুরু হয়। সেটাই উঠে এসেছে বিষয়-ভাবনায়। তা দিয়েই এবার এবিপি আনন্দর ‘সামগ্রিকতায় সেরা’-র শিরোপা ছিনিয়ে নিয়েছে সুরুচি সঙ্ঘ।
12/12
‘সমাজ চেতনায় সেরা’ বড়িশা ক্লাব। মণ্ডপে দেশভাগের যন্ত্রণার ছবি। দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে যেন অন্য দেশের উদ্দেশে রওনা দিয়েছেন মা দুর্গা। ৩৩-বর্ষে বড়িশা ক্লাবের পুজোর থিম ভাগের মা। মণ্ডপ থেকে প্রতিমা। সমাজ চেতনায় সেরা শারদ আনন্দ সম্মান জিতে নিল বড়িশা ক্লাবের পুজো।
Sponsored Links by Taboola