Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Durga Puja 2021 : প্যাকিং বাক্সের উপর পটচিত্র, আবাসিক মহিলা ও কচিকাঁচাদের হাতে রূপ পাচ্ছে পশ্চিম কলকাতার এই মণ্ডপ
স্কুল নেই, খেলার মাঠে যাওয়া নেই। করোনাকালে বছর দুই বন্দি জীবন। এরই মাঝে যেন ফূর্তির প্রাণ গড়ের মাঠ। সৌজন্যে দুর্গাপুজো। করোনা কড়াকড়ি মেনেই কচিকাঁচারা হাতে ধরল তুলি। তাঁদের হাতেই সেজে উঠবে দেবী মণ্ডপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপশ্চিম কলকাতার সরকারি আবাসন এস এম নগর হাউজিং এস্টেটের পুজো (SM Nagar Government Housing Estate)। মণ্ডপ সেজে উঠছে আবাসনেরই মহিলা ও কচিকাঁচাদের ভাবনায়।
এঁরাই এস এম নগর হাউজিং এস্টেটের মণ্ডপ শিল্পী। থিম , আমাদের হাতে দশভূজা।
আবাসিকরা প্যাকিং বাক্সের উপর ফুটিয়ে তুলছেন নানারকম পটচিত্র।
ঝড়-জল-বৃষ্টির মধ্যেও আবাসিকদের কাজে ব্যস্ততার ঘাটতে নেই। চলছে কাজ।
কোনওটিতে দুর্গা, কোনওটিতে গণেশ, কোনওটিতে সিংহ, কোনওটিতে আবার গজরাজ।
অনলাইন শপিং-এর কল্যাণে ঘরে ঘরে এখন প্য়াকিং বাক্সের ছড়াছড়ি। সেগুলিই মাস কয়েক ধরে জোগাড় করেছেন আবাসিকরা।
হঠাৎ করেই কাজ শুরু নয়, পটচিত্রের উপর রীতিমতো প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা।
শিল্পী প্রিয়ঙ্কা জানা, পুতুল চিত্রকরের থেকে কাজ শিখেছেন তাঁরা। মন দিয়েছেন ডিটেলিং-এ।
সারা বছর যেমনই কাটুক না কেন, রং-তুলি নিয়ে এখন এক অন্য জগতে ব্যস্ত আছেন আবাসিকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -