Durga Puja Preparation: মাটির উনুনের মাঝে দেবী, নয়া থিমের ভাবনায় সাজছে ৯৫ পল্লি যোধপুর পার্ক
সঞ্চয়ন মিত্র, কলকাতা: করোনার চোখ রাঙানিকে সঙ্গে নিয়েই সাজছে কলকাতার দুর্গাপুজো। নানা ভাবনায় থিমে একে অপরকে টেক্কা দেওয়ার খেলাও চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই আবহে নজর কাড়ল ৯৫ পল্লি যোধপুর পার্কের পুজো প্রস্তুতি। নয়া থিমে সেজে উঠছে এবারের প্যান্ডেল।
৯৫ পল্লি যোধপুর পার্কের এবারের পুজোর থিম অস্তিত্ব। শিল্পী ভবতোষ সুতারের ভাবনায় সাজছে এই প্যান্ডেল।
মাটি, খড়, তুষ, শোলার মতো সাধারণ উপকরণ দিয়েই চলেছে মণ্ডপ সাজানোর কাজ। 'অস্তিত্বের' থিমকে তুলে ধরতে প্রধান উপকরণ এইগুলিকেই।
বিরাট আকারের এক মাটির উনুনের মাঝে প্রতিমা তৈরি করা হচ্ছে। শিল্পীর নির্দেশেই চলছে সমস্ত কাজ ও শিল্প।
এই থিমের বিষয় হল শস্যের দেবী শাকম্ভরী, যিনি ঊর্বরা করেন ধরিত্রীকে। দুর্গার এই রূপকেই এই থিমে তুলে ধরা হয়েছে।
শিল্পীর তরফে বলা হয়েছে আমাদের খাদ্য ও প্রাণধারণ করেন দেবী শাকম্ভরী। তাই এই ভাবনা থেকেই চলছে থিমের কাজ।
কলকাতাবাসীর নজরে তাই রয়েছে এই পুজো প্যান্ডেলটি। এখনও অনেক কাজ বাকি। বৃষ্টির চোখ রাঙানির মাঝেই চলছে শেষ মূহুর্তের কাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -