Durga Puja Preparation: মাটির উনুনের মাঝে দেবী, নয়া থিমের ভাবনায় সাজছে ৯৫ পল্লি যোধপুর পার্ক

94_pally_feature

1/8
সঞ্চয়ন মিত্র, কলকাতা: করোনার চোখ রাঙানিকে সঙ্গে নিয়েই সাজছে কলকাতার দুর্গাপুজো। নানা ভাবনায় থিমে একে অপরকে টেক্কা দেওয়ার খেলাও চলেছে।
2/8
এই আবহে নজর কাড়ল ৯৫ পল্লি যোধপুর পার্কের পুজো প্রস্তুতি। নয়া থিমে সেজে উঠছে এবারের প্যান্ডেল।
3/8
৯৫ পল্লি যোধপুর পার্কের এবারের পুজোর থিম অস্তিত্ব। শিল্পী ভবতোষ সুতারের ভাবনায় সাজছে এই প্যান্ডেল।
4/8
মাটি, খড়, তুষ, শোলার মতো সাধারণ উপকরণ দিয়েই চলেছে মণ্ডপ সাজানোর কাজ। 'অস্তিত্বের' থিমকে তুলে ধরতে প্রধান উপকরণ এইগুলিকেই।
5/8
বিরাট আকারের এক মাটির উনুনের মাঝে প্রতিমা তৈরি করা হচ্ছে। শিল্পীর নির্দেশেই চলছে সমস্ত কাজ ও শিল্প।
6/8
এই থিমের বিষয় হল শস্যের দেবী শাকম্ভরী, যিনি ঊর্বরা করেন ধরিত্রীকে। দুর্গার এই রূপকেই এই থিমে তুলে ধরা হয়েছে।
7/8
শিল্পীর তরফে বলা হয়েছে আমাদের খাদ্য ও প্রাণধারণ করেন দেবী শাকম্ভরী। তাই এই ভাবনা থেকেই চলছে থিমের কাজ।
8/8
কলকাতাবাসীর নজরে তাই রয়েছে এই পুজো প্যান্ডেলটি। এখনও অনেক কাজ বাকি। বৃষ্টির চোখ রাঙানির মাঝেই চলছে শেষ মূহুর্তের কাজ।
Sponsored Links by Taboola