Durga Puja Preparation: শৌরা উপজাতির শিল্পচর্চা ফুটে উঠছে পশ্চিম পুঁটিয়ারি পল্লি উন্নয়ন সমিতির মণ্ডপে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Sep 2021 07:34 AM (IST)
1
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে আর মাত্র সপ্তাহ দুয়েকের অপেক্ষা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
পাড়ায় পাড়ায় শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি তুঙ্গে।
3
বিভিন্ন মণ্ডপ সেজে উঠছে নানারকমের থিমে।
4
পশ্চিম পুঁটিয়ারি পল্লি উন্নয়ন সমিতির মণ্ডপে এবার উঠে আসবে লোকশিল্প কলা।
5
ওড়িশা ও তেলেঙ্গানার সীমানায় বহু বছর ধরে শৌরা উপজাতির বসবাস।
6
সেই উপজাতির মানুষদের শিল্পচর্চার ছবি ফুটে উঠবে মণ্ডপ জুড়ে।
7
কয়েকশো বছর আগে থেকেই তাদের ছবিতে পুরুষ নারীর দৈর্ঘ্য ও সমাজে তাদের ভূমিকা সমান ভাবে বর্ণিত।
8
সেই ঐতিহ্যের কথা মাথায় রেখেই থিমের নাম দেওয়া হয়েছে 'অধিকার'।
9
আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠী।
10
ছবি ও তথ্য - অরিত্রিক ভট্টাচার্য।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -