Durga Puja Special: আলিপুর ৭৮ পল্লির থিম কুহেলিকা, তালা-শিকল ও ধাতব সামগ্রীতে তৈরি প্রতিমা
পুজোর বাদ্যি বেজে গিয়েছে। সেজে উঠেছে প্রকৃতি। মহামারীর ভয়াবহতা কাটিয়ে এবার ছন্দে ফেরার পালা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুজোর প্রস্তুতি শুরু করেছে বনেদি বাড়ি থেকে বারওয়ারি পুজোগুলি।
প্রস্তুতি তুঙ্গে আলিপুর ৭৮ পল্লীতেও। চলছে জোরকদমে কাজ। এবার আলিপুর ৭৮ পল্লীর থিমের নাম কুহেলিকা।
সময়ের গায়ে ধুসরতার ক্লেদ জমেছে। আবছায়া সময়ে মানুষ স্থবির। মণ্ডপ জুড়ে সেই কুহেলিকা ও তার অবসানের ভাবনা।
তালা, শিকল ও অন্যান্য ধাতব সামগ্রী দিয়ে তৈরি প্রতিমা নজর কাড়ছে।
শহরবাসীর জীবন থেকে ইতিমধ্যেই একটা পুজো কেড়েছে করোনার অতিমারী। এই পুজোয় তাই কোনও খেদ রাখতে চায় না বাঙালি।
যদিও চলতি বছর পুজোর ঘোরাফেরায় থাকছে করোনার বিধিনিষেধ।
প্যান্ডেলগুলোতে প্রবেশেও একাধিক বিধি-নিষেধ থাকবে বলেই মনে করা হচ্ছে।
বেশকিছু প্যান্ডেলে ইতিমধ্যেই কাজ প্রায় শেষের পথে। শেষ মুহূর্তের কাজ চলছে সর্বত্রই। তবে আবহাওয়ার কারণে সিঁদুরে মেঘ দেখছেন মৃৎশিল্পীরা। মণ্ডপে কীভাবে ঠাকুর পৌঁছবেন তা নিয়ে চিন্তায় তাঁরা। (ছবি ও তথ্য: অরিত্রিক ভট্টাচার্য)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -