Durga Puja Special: আলিপুর ৭৮ পল্লির থিম কুহেলিকা, তালা-শিকল ও ধাতব সামগ্রীতে তৈরি প্রতিমা

6

1/9
পুজোর বাদ্যি বেজে গিয়েছে। সেজে উঠেছে প্রকৃতি। মহামারীর ভয়াবহতা কাটিয়ে এবার ছন্দে ফেরার পালা।
2/9
পুজোর প্রস্তুতি শুরু করেছে বনেদি বাড়ি থেকে বারওয়ারি পুজোগুলি।
3/9
প্রস্তুতি তুঙ্গে আলিপুর ৭৮ পল্লীতেও। চলছে জোরকদমে কাজ। এবার আলিপুর ৭৮ পল্লীর থিমের নাম কুহেলিকা।
4/9
সময়ের গায়ে ধুসরতার ক্লেদ জমেছে। আবছায়া সময়ে মানুষ স্থবির। মণ্ডপ জুড়ে সেই কুহেলিকা ও তার অবসানের ভাবনা।
5/9
তালা, শিকল ও অন্যান্য ধাতব সামগ্রী দিয়ে তৈরি প্রতিমা নজর কাড়ছে।
6/9
শহরবাসীর জীবন থেকে ইতিমধ্যেই একটা পুজো কেড়েছে করোনার অতিমারী। এই পুজোয় তাই কোনও খেদ রাখতে চায় না বাঙালি।
7/9
যদিও চলতি বছর পুজোর ঘোরাফেরায় থাকছে করোনার বিধিনিষেধ।
8/9
প্যান্ডেলগুলোতে প্রবেশেও একাধিক বিধি-নিষেধ থাকবে বলেই মনে করা হচ্ছে।
9/9
বেশকিছু প্যান্ডেলে ইতিমধ্যেই কাজ প্রায় শেষের পথে। শেষ মুহূর্তের কাজ চলছে সর্বত্রই। তবে আবহাওয়ার কারণে সিঁদুরে মেঘ দেখছেন মৃৎশিল্পীরা। মণ্ডপে কীভাবে ঠাকুর পৌঁছবেন তা নিয়ে চিন্তায় তাঁরা। (ছবি ও তথ্য: অরিত্রিক ভট্টাচার্য)
Sponsored Links by Taboola