Durga Puja Special : শিয়ালদা স্টেশনে ঢাকিদের ভিড়, চতুর্থীর সকালে মণ্ডপমুখী মাতৃমূর্তি
একে চতুর্থী তার ওপর শনিবার। প্রতিপদ থেকেই উত্সবের মেজাজে শহর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলছে তোড়জোড়। এরই মধ্যে চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও। চতুর্থীর দিন থেকেই বিভিন্ন মণ্ডপে ভিড় বাড়তে শুরু করবে। ফলে প্রথম থেকেই সতর্ক পুলিশ প্রশাসন।
যানজট ও ভিড় মোকাবিলায় রাস্তায় থাকছে অতিরিক্ত পুলিশ। তবে চিকিত্সকরা সচেতন থাকতে বলছেন, যাতে করোনা আবহে পুজোর উচ্ছ্বাস আরও বড় বিপদ ডেকে না আনে।
এতদিন ছিল প্রতিমা গড়ার ব্যস্ততা। আজ অন্যভাবে ব্যস্ত কুমোরটুলি। সকাল থেকে প্রতিমা মণ্ডপে পাঠাবার তোড়জোড় শুরু হয়েছে। বারোয়ারি থেকে বাড়ির পুজো চতুর্থীর দিন প্রতিমা আনার জন্য কুমোরটুলিতে ভিড় বাড়ছে।
আজ-কালের মধ্যেই খালি হয়ে যাবে পটুয়াপাড়া। এক এক করে সমস্ত প্রতিমা চলে যাবে মণ্ডপে।
কোথাও সাবেকীয়ানা, কোথাও থিমের বাহার। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, আলো ঝলমলে মণ্ডপে প্রতিমা দর্শন। কোথাও আবার প্রতিমা আনার প্রস্তুতি।
উত্সবের মরশুমে জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখে সতর্ক রাজ্য প্রশাসন। নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। পুলিশ-প্রশাসনের সমস্ত স্তর ও বিভিন্ন এজেন্সিকে সতর্ক করা হয়েছে।
রাজ্য স্বরাষ্ট্র দফতর নির্দেশিকায় বলা হয়েছে, জঙ্গি হামলার আশঙ্কার কথা মাথায় রেখে এইসময় সতর্ক থাকতে হবে। রাজ্য স্বরাষ্ট্র দফতরের নতুন নির্দেশিকায় তাত্পর্যপূর্ণ বিষয় হল, এবার পুজো মণ্ডপে বেশি সংখ্যায় স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয়েছে।
কেউ এসেছেন নদিয়া থেকে। কারও বাড়ি মুর্শিদাবাদে। চতুর্থীর দিন বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন ঢাকিরা। শিয়ালদা স্টেশনে ভিড় জমছে।
ঢাকের বোলে উত্সবের মেজাজ। বায়না হলে মিলবে টাকা। প্রতিবার এই সময়েই ঢাকিরা আসেন কলকাতায়। বছরের এই সময়টাই যা রোজগার হয়।
যেটুকু সঞ্চয় তা নিয়েই গ্রামে ফিরে প্রিয়জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন তাঁরা। সেই আশাতেই সারা বছর দিন গোনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -