উচ্চতায় ৪ ফুট, ওজনে ২৫ কেজি, বিখ্যাত রেস্তোরাঁর চকোলেট দুর্গা নজর কাড়ছে

চকোলেটের দুর্গা

1/10
কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা মেতে উঠেছে দুর্গোৎসবে।
2/10
বাঙালির সর্বশ্রেষ্ঠ এই উৎসবকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ শহরের এক বিখ্যাত বেকারি - রেস্তোরাঁ।
3/10
জনপ্রিয় এই বেকারি তৈরি করল চকোলেটের দুর্গা প্রতিমা।
4/10
২৫ কেজি ওজনের এই প্রতিমার উচ্চতা ৪ ফুট।
5/10
রেস্তোরাঁর তরফে জানানো হয়, প্রায় ১ সপ্তাহ সময় লেগেছে এই চকোলেট ফ্লেভারের দুর্গা মূর্তি গড়ে তুলতে।
6/10
এই কাঠামোতে ব্যবহৃত সমস্ত উপাদানই হাতে তৈরি।
7/10
খয়েরি রঙের প্রতিমা ও অসুরের সাজে রয়েছে সোনালি রঙ। সেগুলিতে ব্যবহৃত হয়েছে 'গোল্ড ডাস্ট' যা খাওয়া যায়।
8/10
এই প্রতিমা রেস্তোরাঁয় প্রদর্শিত থাকবে দীপাবলি পর্যন্ত।
9/10
গোটা কাঠামোটি সম্পূর্ণ 'এডিবল', অর্থাৎ খাওয়া যেতে পারে।
10/10
দুর্গাপুজোয় ঈশ্বরের কৃপায় এই অতিমারীর পরিবেশ কাটিয়ে সকলে সুস্থ-সবল থাকুক, এই কামনা রেস্তোরাঁ কর্তৃপক্ষের।
Sponsored Links by Taboola