ATM fraud: 'ম্যান ইন দ্য মিডল অ্যাটাক'! এটিএম লুঠের নতুন হাতিয়ার জালিয়াতদের, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
ATM fraud: 'ম্যান ইন দ্য মিডল অ্যাটাক'! এটিএম লুঠের নতুন হাতিয়ার জালিয়াতদের, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
1/10
অক্ষত রয়েছে এটিএম। বাইরে একটা আঁচড়ও লাগেনি, অথচ ভিতর থেকে উধাও লক্ষ লক্ষ টাকা। দিল্লির পর এবার অভিনব কায়দায় ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটল খাস কলকাতায়।
2/10
১৪ থেকে ২২ মে-র মধ্যে নিউ মার্কেট, যাদবপুর ও কাশীপুর থানা এলাকার এটিএম থেকে গায়েব হয়ে গিয়েছে ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা।
3/10
কিন্তু কীভাবে চোখের নিমেশে ব্যাঙ্কের ভাঁড়ারে হানা দিচ্ছে জালিয়াতরা? সাইবার বিশেষজ্ঞদের অনুমান, ঘটনার পিছনে হ্যাকারদের বিশেষ কারসাজি।
4/10
পুলিশ ও বিশেষজ্ঞদের দাবি, এই ধরণের জালিয়াতিতে ব্যবহার হচ্ছে 'ম্যান ইন দ্য মিডল অ্যাটাক' পদ্ধতি। ছোট করে, 'এমআইটিএম'।
5/10
কী এই পদ্ধতি? দু’টি কম্পিউটারের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা বা লিঙ্ক থাকে, অন্য কম্পিউটার থেকে তার মধ্যে ঢুকে পড়াকেই 'ম্যান ইন দ্য মিডল অ্যাটাক' বলা হয়।
6/10
এটিএমের ভিতরে বিশেষ যন্ত্র বসিয়ে ব্যাঙ্কের সার্ভারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে দুষ্কৃতীরা। সেই যন্ত্রটিই তখন হয়ে উঠছে ব্যাঙ্কের হোস্ট। তার ফলে খুব সহজেই টাকা হাতিয়ে নিচ্ছে তারা। সেই মুহূর্তে সেই টাকা তোলার কতা জানতেই পারছে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
7/10
এটিএমের ওপরের অংশে যে হুড থাকে, তা খোলে হ্যাকাররা। এটিএমের ওপরে একটি কেবল থাকে। তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) বলে। এর সঙ্গে 'ম্যান ইন দ্যা মিডল অ্যাটাক' ডিভাইস যুক্ত করা হয়।
8/10
বিশেষ সফটওয়্যারের সাহায্যে ব্যাঙ্কের সঙ্গে এটিএমের যোগাযোগ বিচ্ছিন্ন করে এটিএমের নিয়ন্ত্রণে পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিচ্ছে। তারপরই গায়েব করছে টাকা।
9/10
নিউমার্কেট এলাকার এটিএম থেকে গায়েব হয়েছে ১৮ লক্ষ ৮০ হাজার টাকা। যাদবপুরের এটিএম থেকে ১৩ লক্ষ ৮০ হাজার টাকা। ও কাশীপুরের ব্যাঙ্ক থেকে ৭ লক্ষ টাকা ইতিমধ্যেই নিজেদের পকেটস্থ করেছে জালিয়াতরা।
10/10
এর আগে গ্রাহকদের ফোন করে এটিএম নম্বর কোনওভাবে জেনে প্রতারণার ঘটনা ঘটেছে। তারপর এটিএম কার্ড স্কিম করে বিশেষ পদ্ধতিতে উধাও হয়েছে টাকা। এবার নতুন পদ্ধতি নিয়ে শহরে সক্রিয় এটিএম জালিয়াতরা।
Published at : 31 May 2021 12:15 PM (IST)