Independence Day 2023:তিরঙ্গা আলোয় সাজছে মহানগর, স্বাধীনতা দিবসের জন্য কেমন প্রস্তুতি কলকাতার?
Kolkata News:রাত পোহালেই স্বাধীনতা দিবস। তার আগে দেশের নানা অংশের মতো সেজে উঠল শহর কলকাতাও। রাজভবনে আজ তেরঙ্গা আলোর খেলা।
তিরঙ্গা আলোয় সাজছে মহানগর, স্বাধীনতা দিবসের জন্য কেমন প্রস্তুতি কলকাতার?
1/7
স্বাধীনতা দিবসের প্রাক্কালে তুঙ্গে তৃতীয় স্টেলথ ফ্রিগেট 'উদ্বোধন'।
2/7
তেরঙ্গা আলোয় ঝলমল করছে কলকাতা হাইকোর্ট ভবনও।
3/7
প্রতিরক্ষা দফতরের PSU, 'Garden Reach Shipbuilders and Engineers Limited' এই তৃতীয় স্টেলথ ফ্রিগেট তৈরি করেছে।
4/7
আগামী ১৭ আগস্ট এই যুদ্ধজাহাজ উদ্ধোধন করার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।
5/7
এবার স্বাধীনতার ৭৬ বছর পূর্ণ হতে চলেছে। ঔপনেবেশিক-শাসনের হাত থেকে মুক্তির এই বিশেষ মুহূর্ত উদযাপনের জন্য তৈরি দেশের নানা প্রান্ত।
6/7
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান হওয়ার কথা রেড রোডে। তার আগে নিরাপত্তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।
7/7
স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশজুড়ে চলছে #HarGharTiranga ক্যাম্পেন। তারই অংশ হিসেবে রবিবার নিজের প্রোফাইলের ডিসপ্লে ছবি বদলে তিরঙ্গা করেছেন প্রধানমন্ত্রী মোদি। সেই সঙ্গে দেশবাসীকে অনুরোধ করেছেন DP বদলে তিরঙ্গা করার জন্য । প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় বিজেপি (Bharatiya Janata Party)-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ও ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন নেতা সোশ্যাল মিডিয়ায় 'এক্স'-এ তাদের DP বদলে ফেলেন।
Published at : 14 Aug 2023 10:41 PM (IST)