Independence Day 2023:তিরঙ্গা আলোয় সাজছে মহানগর, স্বাধীনতা দিবসের জন্য কেমন প্রস্তুতি কলকাতার?
স্বাধীনতা দিবসের প্রাক্কালে তুঙ্গে তৃতীয় স্টেলথ ফ্রিগেট 'উদ্বোধন'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতেরঙ্গা আলোয় ঝলমল করছে কলকাতা হাইকোর্ট ভবনও।
প্রতিরক্ষা দফতরের PSU, 'Garden Reach Shipbuilders and Engineers Limited' এই তৃতীয় স্টেলথ ফ্রিগেট তৈরি করেছে।
আগামী ১৭ আগস্ট এই যুদ্ধজাহাজ উদ্ধোধন করার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।
এবার স্বাধীনতার ৭৬ বছর পূর্ণ হতে চলেছে। ঔপনেবেশিক-শাসনের হাত থেকে মুক্তির এই বিশেষ মুহূর্ত উদযাপনের জন্য তৈরি দেশের নানা প্রান্ত।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান হওয়ার কথা রেড রোডে। তার আগে নিরাপত্তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশজুড়ে চলছে #HarGharTiranga ক্যাম্পেন। তারই অংশ হিসেবে রবিবার নিজের প্রোফাইলের ডিসপ্লে ছবি বদলে তিরঙ্গা করেছেন প্রধানমন্ত্রী মোদি। সেই সঙ্গে দেশবাসীকে অনুরোধ করেছেন DP বদলে তিরঙ্গা করার জন্য । প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় বিজেপি (Bharatiya Janata Party)-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ও ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন নেতা সোশ্যাল মিডিয়ায় 'এক্স'-এ তাদের DP বদলে ফেলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -