Durga Puja 2021 : এবার কীভাবে দুর্গাপুজোর প্রস্তুতি নিচ্ছে কলেজ স্কোয়ার, শিবমন্দির ?
বাঙালির সবথেকে বড় উত্সবের প্রস্তুতির সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে। তবে, এরই মধ্যে, ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে মারণ ভাইরাস। বিশেষজ্ঞদের আশঙ্কা, পুজোর মাসেই, শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅক্টোবরে দুর্গাপুজো। vis....(দুর্গা পুজোর আরতির ছবি) ক্যালেন্ডার বলছে, হাতে আর মাত্র ৪৮ দিন।
গত বছর প্রশাসনিকভাবে যেসব বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল, সেগুলোকে সামনে রেখেই প্রস্তুতি শুরু করছে পুজো কমিটিগুলো।
মধ্য কলকাতার কলেজ স্কোয়ার সর্বজনীন। এখানকার পুজো মানেই ঐতিহ্যের সঙ্গে সাবেকির মেলবন্ধন। সঙ্গে নজরকাড়া আলোর রোশনাই।
এবছর উদ্যোক্তারা খোলা মণ্ডপ বানানোর পরিকল্পনা করেছেন। যাতে, কলেজ স্কোয়ারের অন্যপ্রান্ত থেকে প্রতিমা দর্শন করা যায়।
' আমরা ইতিমধ্যেই পাড়ার লোকদের ভ্যাকসিন দিয়ে দিয়েছি। সঙ্গে উদ্যোক্তাদেরও। এবারেও সংযতভাবে পুজো করলে করোনা বাড়বে না। ' জানালেন,কলেজ স্কোয়ার সর্বজনীনের চিফ অর্গানাইজার বিকাশ মজুমদার
সংক্রমণ রুখতে সতর্ক দক্ষিণ কলকাতার শিবমন্দিরও। থিমের পুজোয়, প্রতিবছরই দর্শকদের নজর কাড়ে এই পুজো।
এই বছর, তাঁরাও ভ্যাকসিনেশনেই বেশি জোর দিয়েছেন। জানালেন শিবমন্দির পুজোর উদ্যোক্তা পার্থ ঘোষ।
ইতিমধ্যেই, ফোরাম ফর দুর্গোৎসবের তরফেও কমিটিগুলোকে বেশকিছু গাইডলাইন দেওয়া হয়েছ। যথাসম্ভব খোলামেলা মণ্ডপ করতে হবে। প্যান্ডেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে যথাসম্ভব দীর্ঘ করতে হবে, যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে
ঠাকুরের ভোগে কাটা ফল দেওয়া যাবে না। পুষ্পাঞ্জলি ও সন্ধিপুজোর মতো অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -