Kestopur Fire: একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, কেষ্টপুরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৩১টি অস্থায়ী দোকান
কেষ্টপুরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৩১টি অস্থায়ী দোকান
1/12
গভীর রাতে কেষ্টপুরে বিধ্বংসী আগুন লাগে।
2/12
ভস্মীভূত হয়ে যায় ৩১টি অস্থায়ী দোকান ও ঝুপড়ি।
3/12
আগুন নেভাতে গিয়ে জখম হন ২ দমকল কর্মী-সহ ৭ জন স্থানীয় বাসিন্দা। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
4/12
রাত ২টো নাগাদ কেষ্টপুরের ভিআইপি রোডের ধারে শতরূপা পল্লিতে অস্থায়ী কাঠের আসবাবের দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
5/12
দ্রুত তা ছড়িয়ে পড়ে খাবার দোকান-সহ আশেপাশের ঝুপড়িগুলোতে।
6/12
একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সিলিন্ডার ফেটে জখম হন ২ দমকল কর্মী-সহ ৭ জন।
7/12
দমকলের ১৫টি ইঞ্জিন ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় অস্থায়ী দোকান ও ঝুপড়ি।
8/12
রাতে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু।
9/12
স্থানীয় বাসিন্দারা দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তোলে।
10/12
মন্ত্রীর দাবি, বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিন জোগাড় করতে কিছুটা সময় লেগেছে।
11/12
যদিও তিনি একইসঙ্গে জানান, তবে তৎপরতার সঙ্গে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
12/12
আগুনে রুটিরুজি হারিয়ে দিশেহারা বহু পরিবার।
Published at : 25 Jul 2021 10:48 AM (IST)