Kolkata Rains Update: এখনও ভাসছে বহু এলাকা, এক ঝলকে কলকাতার জল-যন্ত্রণার ছবি
বুধবার রাতভর বৃষ্টির জেরে এখনও জল জমে রয়েছে বেহালা, খিদিরপুর, মোমিনপুর রোড, ইব্রাহিম রোড, বাবুবাজার এবং ঢাকুরিয়ার হালতুর কাছে বেশ কিছু জায়গায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাতের বৃষ্টিতে ফের জল জমল ঠনঠনিয়ায়। জল ঠেলেই বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
ঢাকুরিয়া স্টেশন রোড জলমগ্ন। দোকানপাটের ঝাঁপ বন্ধ।
যোধপুর পার্ক এলকায় রাস্তা জল থইথই। ভিতরের দিকের রাস্তায় হাঁটু সমান জল।
গলফগ্রিনের রাস্তাঘাটও জল থইথই। মানুষের দুর্ভোগ চরমে।
আমহার্স্ট স্ট্রিট, কেশবচন্দ্র সেন স্ট্রিটে জল পুরোপুরি নামেনি। এখনও এতটাই জল যে স্কুটার, বাইক অচল হয়ে পড়ছে। পুরকর্মীরা রাস্তায় নেমে ম্যানহোলের ঢাকনা খুলে দিয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০ টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত -- মানিকতলায় ৫৯, বীরপাড়ায় ৫৪, বেলগাছিয়ায় ৫৭, ধাপায় ৪৯, তপসিয়ায় ৩৮, উল্টোডাঙ্গায় ৫৩, পামারব্রীজে ৫৩, ঠনঠনিয়ায় ৫৪, বালিগঞ্জে ৪৫, মোমিনপুরে ৩৮, চেতলায় ৩২, কালীঘাটে ৪৫, কামডহড়িতে ৪৯, দত্ত বাগানে ৫৩, জিন্জিরা বাজারে ৪৫ ও বেহালায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, অতি ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আগামীকাল বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
সেক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
শনিবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -