Kali Puja 2021: হালতু নন্দীবাগান মিলন সঙ্ঘের কালী পুজোয় এবারের ভাবনা 'সাঁওতাল পরগনা'
abp ananda
Updated at:
04 Nov 2021 01:33 PM (IST)
1
হালতু নন্দীবাগান মিলন সঙ্ঘের ৫৭তম শ্যামা পুজোয় এ বারের ভাবনা 'সাঁওতাল পরগনা'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে এ বারের মণ্ডপ।
3
মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে বাঁশ, হাঁড়ি, চটা।
4
এছাড়া সাঁওতালদের হাতে বানানো চিত্রপট ও পুতুলের ব্যবহার রয়েছে মণ্ডপসজ্জায়। হাঁড়ি, ঝুড়িও ব্যবহৃত হয়েছে।
5
একঝলক মণ্ডপ দেখেই মনে হবে ঠিক যেন সাঁওতালদের ঘরেই হচ্ছে আরাধনা। প্রতিমাসজ্জায় ব্যবহৃত সব কিছুই মাটির তৈরি।
6
এই বছরের বিশেষ আকর্ষণ, ২২জন সাঁওতাল।
7
ধামসা-মাদলের তালে নৃত্য পরিবেশন করে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরছেন তাঁরা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -