Kalipuja 2021 : ধনতেরস, দীপান্বিতা, কালীপুজো ... উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতির রঙিন ছবি রাজ্য জুড়ে
কালিপুজোর প্রস্তুতিতে মেতেছে বাংলা৷ মন্ডপ,মূর্তি আলোকসজ্জায় দূর্গাপুজোর আড়ম্বরের সামনে হার মানতে রাজি নয় শ্যামা পুজোর উদ্যোক্তারা৷ করোনা আবহেই চলছে শ্যামাপুজোর প্রস্তুতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাতে আর অল্প সময়৷ এর মধ্যেই সেরে ফেলতে হবে কাজ৷ এবার যদিও বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট।
কালীপুজোর দিনই আবার দীপাণ্বিতা লক্ষ্মীপুজো। তৈরি হচ্ছে লক্ষ্মীমূর্তিও।
আলোকমালায় সেজে উঠছে দোকানঘর, বাড়ি-ঘর।
রাজ্যের বাইরে বসেছে বাজির পসরাও।
মা কালীর মূর্তি তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে।
দীপাবলি মানেই সুন্দর সুন্দর রঙ্গোলি, মালা ও নানা উপকরণে অন্দরসজ্জার সময়। তারও জোগান অফুরান বাজারে।
মায়ের পায়ে শেষ মুহূর্তের তুলির টান।
আগামী ২ তারিখ আবার ধনতেরসের পুজো। তাই দোকান ভরেছে লক্ষ্মী মূর্তিতেও
এবার অপেক্ষা শুধু আলোর উত্সবের৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -