Kalipuja 2021: আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত তিলোত্তমা, দীপাবলির প্রাক্কালে কোথায় কী! রইল তার ঝলক
শেষ হয়েছে দুর্গাপুজো। তবে ফুরোয়নি উৎসব। লক্ষ্মীপুজোর পরে আর এক মাতৃশক্তির আরাধনায় মাততে চলেছেন বঙ্গবাসী। শুরু হয়েছে কালীপুজোর তোড়জোড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমর্ত্যবাসীর মন ভার করে কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। এবার সেই মর্ত্যে আলোর উৎসব নিয়ে আসছেন আর এক শক্তিরূপিনী। হস্পতিবার কালীপুজো। কলকাতা জুড়ে চলছে তারই প্রস্তুতি।
উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। মণ্ডপ নির্মাণে থিমের ছোঁয়ায়, ভাবনার গভীরতায় ফের শুরু প্রতিযোগিতা। দর্শক টানতে আয়োজনে খামতি নেই পুজো উদ্যোক্তাদের। রাজারহাট নেতাজি সঙ্ঘের পুজোর থিম জ্বালাও আলো, আপন আলো।
মণ্ডপ নির্মাণে থিমের ছোঁয়ায়, ভাবনার গভীরতায় ফের শুরু প্রতিযোগিতা। দর্শক টানতে আয়োজনে খামতি নেই পুজো উদ্যোক্তাদের। রাজারহাট নেতাজি সঙ্ঘের পুজোর থিম জ্বালাও আলো, আপন আলো।
শহরবাসী ব্যস্ত কেটাকাটায়। দীপাবলিতে রঙ-বেরঙের আলোয় সাজছে চারদিক।
আর কয়েকদিনেই শুরু হবে আলোর উৎসব। রাজারহাট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন-এর এবারের বিষয় ভাবনা ‘বর্জন’। বাতিল জিনিস শোভা পাবে মণ্ডপ সজ্জায়। টিনের পাত্র থেকে সাইকেলের বাতিল চাকা দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল। জানবাজার সম্মিলিত মধ্য কলকাতার এই ক্লাবের মণ্ডপ তৈরি হচ্ছে বদ্রীনাথ মন্দিরের আদলে।
তবে গত বছরের মতো এবারেও সবরকমের বাজিতেই নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট।
এ বছর আদালত জানায়, 'বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার। বৃহত্তর স্বার্থের কথা ভেবে ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করতে হয়।' এর আগে পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর ক্ষেত্রে কিছুক্ষণের জন্য ছাড় দিয়েছিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্যদ।
কিন্তু হাইকোর্ট জানায়, পরিবেশ বান্ধব বাজি চিহ্নিত করার কোনও উপায় পুলিশের কাছে নেই। পুলিশের পক্ষে বাজি চিহ্নিত করা অসম্ভব। করোনা প্রতিদিন বাড়ছে। যাঁদের শ্বাস যন্ত্রের সমস্যা আছে, তাঁদের আরও বেশি সমস্যা হতে পারে।
শুধু কালীপুজো নয়, ছটপুজো, গুরুনানকের জন্মদিন, বড়দিনেও বাজি নিষিদ্ধ করেছে আদালত। বাজির কেনা-বেচার ওপরও নিষেধাজ্ঞা রাখা হয়েছে। বলা হয়েছে, পুলিশ কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -