Sania Mirza son Birthday: তিন পূর্ণ করে চারে পা পুত্রের, আবেগঘন বার্তা সানিয়া-শোয়েবের
ছেলে ইজহানের জন্মদিন। আর বাবা ব্যস্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করতে। তাই বলে সেলিব্রেশন হবে না, তা আবার হয় নাকি!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅগত্যা সব আয়োজন সারলেন সানিয়া মির্জাই (Sania Mirza)। কেক অর্ডার করা, জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই সেলিব্রেশনের ব্যবস্থা, সব সারলেন টেনিস সুন্দরী।
তারপর স্বামী শোয়েব মালিক (Shoaib Malik) ও পুত্র ইজহানের সঙ্গে ছবি শেয়ার করলেন ভারতের টেনিস তারকা।
ক্যাপশনে লিখলেন, 'আমার গোটা পৃথিবীকে জন্মদিনের শুভেচ্ছা। আজ থেকে তিন বছর আগে তোমার মা হিসাবে আমারও পুনর্জন্ম হয়েছিল। তুমি আসার আগে আমার জীবন আর মনে পড়ে না। তোমাকে খুব ভালবাসি। আমার দয়ালু ছেলে, বাবা-মা হিসাবে আমাদের বেছে নেওয়ার জন্য ধন্য়বাদ।'
সানিয়ার সেই পোস্টে গিয়ে ইজহানকে শুভেচ্ছা জানান অনুষ্কা শর্মাও (Anushka Sharma)।
শোয়েবও ছেলের ছবি পোস্ট করেন। লেখেন, 'ইজহানের তৃতীয় জন্মদিনে পরিবার ও বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটালাম। সকলকে হাজির থাকার জন্য আর দিনটিকে বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ।'
অভিনেত্রী নেহা ধূপিয়া, মাহিরা খান থেকে শুরু করে টেনিস তারকা এলিনা ভেসনিনা, অনেকেই সোশ্যাল মিডিয়ায় সানিয়া-পুত্রকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের আগে ফেসবুক, ট্যুইটার ও ইনস্টাগ্রাম থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন সানিয়া।
ছেলের জন্মদিনে অবশ্য দারুণ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। ছবি - সানিয়া ও শোয়েবের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -