Vegetable Price Hike: হাফসেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজ, বাকি কোন সবজির দাম কত?
Vegetable Price Hike: হাফসেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজ, বাকি কোন সবজির দাম কত?
1/12
আমজনতার দুর্ভোগ বাড়িয়ে উৎসবের মরশুমে বাজার আগুন। পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি আর নাছোড় বৃষ্টি, খাদ্যপণ্যের অস্বাভাবিক দাম বাড়ার জন্য মূলত এই দুটি কারণকেই দায়ী করছেন ব্যবসায়ীরা।
2/12
বাজারে গিয়ে কার্যত ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে।
3/12
টমেটো ৮০ টাকা কেজি।
4/12
ইতিমধ্যেই হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে পেঁয়াজ, পুজোর আগেও যেটা ছিল ৩৪ থেকে ৩৭ টাকা কেজি
5/12
কেন্দ্রের দাবি, আলু, পেঁয়াজ ও টোমেটোর দাম গতবছরের চেয়ে কম রয়েছে এবার।
6/12
বেগুন আরও মহার্ঘ - ৮০ থেকে ১০০ টাকা কেজি।
7/12
ফুলকপি নিতে হলে এক পিসের জন্য গুনতে হবে ৫০ থেকে ৬০ টাকা।
8/12
image 8
9/12
৬০ থেকে ১০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে পটলের দাম।
10/12
করোনাকালে কাজ গেছে লক্ষ লক্ষ মানুষের! রোজগার যে কত লোকের কমে গিয়েছে, তার হিসেব নেই! কিন্তু এতকিছু সত্ত্বেও মূল্যবৃদ্ধির মার চলছেই
11/12
ক্যাপসিকাম ১৮০ থেকে ২০০ টাকা কেজি।
12/12
ধনেপাতা? সেটাও ৩০০ টাকা কেজি!
Published at : 18 Oct 2021 10:47 AM (IST)
Tags :
Vegetable Price Hike