Kolkata Weather Update : শীতের পথে কাঁটা ! উইকএন্ড ভাসবে বৃষ্টিতে?

Kolkata Weather Update : শীতের পথে কাঁটা ! উইকএন্ড ভাসবে বৃষ্টিতে?

1/10
হেমন্তেও চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। শনিবার থেকে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা।
2/10
আগামীকাল থেকে বাড়বে তাপমাত্রা। কমবে শীতের আমেজ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
3/10
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, থাইল্যান্ডের কাছে উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ।
4/10
শুক্রবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শনিবার সকালে তা পৌঁছবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে।
5/10
ঘূর্ণিঝড়ের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই শনি ও রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6/10
হিসেব মতো কনকনে ঠাণ্ডায় যখন জবুথবু হওয়ার কথা, তখন দিনের বেলা শীতকাল বলে টের পাওয়াই দায়! ঘামঝরা গরম নেই ঠিকই, তবে দুপুরের চড়া রোদে শীতকাল বলে বোঝা কঠিন।
7/10
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। উত্তুরে হাওয়া বাধার মুখে পড়ায়, তাপমাত্রার এই ঊর্ধ্বগতি।
8/10
বাতাসে এখন হেমন্তের পরশ। সকাল ও রাতে বেশ শীত শীত ভাব। লেপ মুড়ি দেওয়া শীতের আমেজ এখনও আসেনি।
9/10
রাত বাড়তেই হিমেল-ভাব! ভোরের দিকে ঠাণ্ডা আমেজ! শুষ্ক আবহাওয়ায় রুক্ষ ত্বক....শুরু শীতের কাউন্টডাউন। এখন তাতে বৃষ্টি বাধ না সাধলেই হল ।
10/10
নিম্নচাপের জেরেই আসি আসি করেও আসেনি শীত। আবার ক্রিজে শীতের জোরদার ব্যাটিং কবে শুরু হবে, সেই আশাতেই কলকাতা।
Sponsored Links by Taboola