Kolkata Winter Update : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফিরতে চলছে শীতের আমেজ ! জানুন তাপমাত্রা কত নামবে ?
উত্তুরে হাওয়ার সঙ্গে পূবালি হাওয়ার সংঘাত। তার জেরেই হাল্কা বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বৃষ্টির পূর্বাভাস দার্জিলঙে। বৃহস্পতিবার দিন কাটল কিছুটা এমনভাবেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ অবশেষে কাটবে মেঘ। রাজ্যে ফের ঢুকবে উত্তুরে হাওয়া। এমনটাই আশা রাখছে আবহাওয়া দফতর।
আগামী সপ্তাহের শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফিরতে চলছে শীতের আমেজ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের
দেখা যেতে পারে রোদের ঝিলিক। শীতের বেলায় হালকা পিঠ সেঁকে নেওয়ার আরাম। সপ্তাহশেষের আনন্দ উপভোগ করার সময়।
উত্তুরে হাওয়া ও পূবালি হাওয়ার সংঘাতই মেঘলা আকাশ ও হাল্কা বৃষ্টির কারণ বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, 'বৃষ্টি উত্তর পশ্চিম থেকে শুষ্ক হাওয়ার সঙ্গে পূবালি হাওয়ার মিলছে, এখানে মেঘ ও বৃষ্টি... সপ্তাহ শেষে তাপমাত্রা কমবে'
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে, শনিবার থেকে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।
কয়েকদিন ধরে কুয়াশার চাদরে ঢেকেছে শহর। তা আসলে জাঁকিয়ে শীত পড়ার পথে বাধা।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি।
এখন সপ্তাহান্তে শীতের আমেজের অপেক্ষায় কলকাতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -