Mahalaya Tarpan 2021 : করোনা শঙ্কা শিকেয়, দূরত্ব বিধি ভুলেই গঙ্গা পাড়ে তর্পণের ভিড় দেখলে চমকে উঠবেন !
আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান৷ আগমনীর গানে অতীতকে স্মরণ করে মায়ের অপেক্ষা৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাবুঘাট থেকে বাগবাজার ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ৷ গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা।
গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা। তৎপর কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ।
শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷
অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ৷
সারা ভারতেই পালিত হয় এই রীতি। দূরত্ববিধি উঠেছে শিকেয়। মাস্ক ছাড়াই তর্পণ করতে দেখা গেল বহু মানুষকে।
আজই বিভিন্ন মণ্ডপে রওনা হতে শুরু করেছে মাতৃমূর্তি।
বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব থেকে প্রতিমা মণ্ডপের পথে।
গোটা পিতৃপক্ষজুড়ে তর্পণ করা যায়। তবে পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথি, তর্পণের শ্রেষ্ঠ সময় হিসেবে ধরা হয়। পৌরাণিক কাহিনিতে কথিত আছে, পূর্ব পুরুষদের উদ্দেশে জলদান করা হলে, তাঁরা তৎক্ষাণাৎ গ্রহণ করে আর্শীবাদ করেন। এভাবেই পূর্ব পুরুষদের তৃপ্ত করা হয়।
পিতৃপক্ষের অবসানের পরই শুভ সূচনা দেবীপক্ষের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -