Kolkata: আলিপুর চিড়িয়াখানায় বর্ষবরণ উদযাপনেও কোভিড সতর্কতা
আলিপুর চিড়িয়াখানায় মানুষের ঢল
1/10
নতুন বছরের প্রথম দিনেই আলিপুর চিড়িয়াখানায় মানুষের ঢল। সকাল থেকেই ভিড় বাড়তে থাকে চিড়িয়াখানায়। (সব ছবি ও তথ্য সৌজন্যে পৃথা দাসগুপ্ত)
2/10
শীতের রোদ গায়ে মেখে সপরিবারে প্রত্যেকেই পা বাড়িয়েছিলেন আলিপুর চিড়িয়াখানায়।
3/10
কোভিড আবহেই খুলেছে চিড়িয়াখানার গেট। আর তাই প্রবেশদ্বারে থার্মাল চেকিংয়ের বন্দোবস্ত করা হয়েছিল।
4/10
বিভিন্ন স্টলগুলোয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রত্যেক স্টলে রাখা ছিল স্যানিটাইজার।
5/10
চিড়িয়াখানার ভেতরে মাস্ক ব্যবহার করার ও কোভিড বিধি মেনে চলার জন্য প্ল্যাকার্ড রাখা হয়েছে।
6/10
তবে বেশ কিছু জায়গায় দেখা গেল যে কোভিড বিধি উধাও, অনেকেই মাস্ক ব্যবহার করছেন না।
7/10
চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে বারবার মাইকিং করে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হচ্ছিল।
8/10
করোনা ও ওমিক্রনও আবার মাথাচাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে আলিপুর চিড়িয়াখানায় কোভিড মোকাবিলায় কড়া সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
9/10
আলিপুর চিরিয়াখানা যারা ঘুরতে আসছে দেখা হচ্ছে তাদের মাস্ক আছে কি না। এই বিষয় বাড়তি সতর্কতা নিয়েছে কর্তৃপক্ষ।
10/10
মাস্ক না পরে কাউকে ঘোরাঘুরি করতে দেখলেই পুলিশ কর্মীরা তাঁকে মাস্ক পরতে বলছেন। কখনও কোভিড বিধি অমান্যকারীদের পুলিশের ধমকও খেতে হচ্ছে।
Published at : 01 Jan 2022 04:06 PM (IST)