WB Schools reopening: বহু দিন পর পুরনো ছন্দে ফিরল স্কুল, দীর্ঘদিন পর আসতে পেরে খুশি পড়ুয়ারা

মঙ্গলবার থেকে ফের চালু হয়ে গেল স্কুল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আপাতত নবম থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলে গেল স্কুলের দরজা।

করোনাবিধি মেনেই চালু হল ক্লাস।
কোথাও একসঙ্গে হচ্ছে অনলাইন-অফলাইন ক্লাস। কোথাও আবার দূরত্ববিধি মেনে ক্লাসেই প্রার্থনায় অংশ নেয় পড়ুয়ারা।
বালিগঞ্জ শিক্ষসদন স্কুলে দেখা গেল, রীতিমতো দূরত্ব বিধি মেনে ক্লাসের ভিতরে নীরবে টিফিন খাচ্ছে পড়ুয়ারা।
কোথাও শাঁখ বাজিয়ে, তো কোথাও গোলাপ ফুল-চকোলেট দিয়ে পড়ুয়াদের অভ্যর্থনা জানালেন শিক্ষক-শিক্ষিকারা।
দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে খুশি পড়ুয়ারাও।
এদিন স্কুলের মতোই খুলে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ের গেটও।
স্কুল স্যানিটাইজ করে তবেই শুরু হয়েছে ক্লাস।
পড়ুয়ারা যাতে স্কুলে থাকাকালীন দূরত্ববিধি বজায় রাখে, সেটা নিশ্চিত করা হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -