Non AC Metro Farewell: বিদায়ঘণ্টা বাজল কলকাতা মেট্রোর নন-এসি রেকের
আনুষ্ঠানিকভাবে আজই বিদায়ঘণ্টা বাজল কলকাতা মেট্রোর নন-এসি রেকের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন টালিগঞ্জ মেট্রো স্টেশনে একটি সুসজ্জিত নন-এসি রেকে কেক কেটে ফেয়ারওয়েল পালন করা হয়।
উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী-সহ অন্যান্য আধিকারিকরা।
মেট্রোর পুরনো দিনের ছবি দিয়ে সাজানো নন-এসি রেকটি আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টালিগঞ্জ মেট্রো স্টেশনে ছিল।
আজ ২৪ অক্টোবর কলকাতা মেট্রোর জন্মদিন। ১৯৮৪ সালে আজকের দিনে গোটা দেশের মধ্যে সর্বপ্রথম এই মহানগরীর বুকে যাত্রা শুরু করেছিল মেট্রো রেল।
এসপ্ল্যানেড থেকে নেতাজি ভবন, যাত্রা শুরু করে কলকাতা মেট্রো।
টানা ২৫ বছর ধরে কলকাতার বুকে একাই রাজত্ব করেছে নন এসি রেক।
প্রত্যেকটা পুরনো রেকে মিশে রয়েছে কত ভালবাসা, কত রাগ-দুঃখ-অভিমানের গল্প।
রোজ রোজ আরও কত নতুন মুহূর্ত, নতুন সম্পর্কের সাক্ষী থেকেছে মেট্রোর সেই নন এসি রেকগুলো।
মেট্রো রেল সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতা মেট্রোর হাতে মোট ২৭টি নন-এসি রেক ছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -