আলো ঝলমলে আভিজাত্যের রোশনাই, শোভাবাজার রাজবাড়িতে সন্ধিপুজোর মুহূর্ত
অষ্টমীর শেষ, নবমীর শুরু। শোভাবাজার রাজবাড়িতে রীতি মেনে হল সন্ধিপুজো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅষ্টমীর সকালে শোভাবাজার রাজবাড়িতে চলে ভোগের প্রস্তুতি। মাকে অন্নভোগ দেওয়া হয় না। দেওয়া হয় মিঠাই ভোগ।
মেদিনীপুর থেকে ময়রাদের আনা হয়েছে। তোড়জোড় চলে সেই ভোগের। শোভাবাজার রাজবাড়ির পুজো ২৬৫ বছরে।
পুজোর সময় ঠাকুর দালানে পাশাপাশি দুই প্রজন্ম।
রাজা নবকৃষ্ণ দে-র হাত ধরে পুজোর শুরু। শোভাবাজারে একচালার প্রতিমা, ডাকের সাজ। রাজবাড়িতে রীতি মেনে ভোগের আয়োজন।
কলকাতা শহরের ইতিহাসের সঙ্গে যে বাড়ির পুজো একটি দীর্ঘ সময় পার করে এসেছে, তা হল শোভাবাজার রাজবাড়ির পুজো।
এ বছর এই ঐতিহাসিক পুজো পা দিল ২৬৫তম বছরে। এই মুহূর্তে সেই পুজোরই চলছে প্রস্তুতি। ঠাকুর দালানে এই মুহূর্তে চলছে মায়ের সাজপর্ব।
মহাঅষ্টমী তিথিতে দেবীকে কুমারী ও চামুন্ডা রূপে পুজো করা হয়ে থাকে।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, অষ্টমী তিথি আরম্ভ ২৫ আশ্বিন, মঙ্গলবার। রাত ১টা ৪৬ মিনিট ৩৪ সেকেন্ড। অষ্টমী তিথি শেষ– ২৬ আশ্বিন, বুধবার। রাত ১১টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ড।
সন্ধিপুজো রাত ১১টা ২৩ মিনিট ৪৯ সেকেন্ড থেকে ১২টা ১১ মিনিট ৪৯ সেকেন্ড মধ্যে সম্পন্ন হয় (ছবি ও তথ্য: পাপিয়া সিংহ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -