আলো ঝলমলে আভিজাত্যের রোশনাই, শোভাবাজার রাজবাড়িতে সন্ধিপুজোর মুহূর্ত
শোভাবাজার রাজবাড়িতে সন্ধিপুজো
1/10
অষ্টমীর শেষ, নবমীর শুরু। শোভাবাজার রাজবাড়িতে রীতি মেনে হল সন্ধিপুজো।
2/10
অষ্টমীর সকালে শোভাবাজার রাজবাড়িতে চলে ভোগের প্রস্তুতি। মাকে অন্নভোগ দেওয়া হয় না। দেওয়া হয় মিঠাই ভোগ।
3/10
মেদিনীপুর থেকে ময়রাদের আনা হয়েছে। তোড়জোড় চলে সেই ভোগের। শোভাবাজার রাজবাড়ির পুজো ২৬৫ বছরে।
4/10
পুজোর সময় ঠাকুর দালানে পাশাপাশি দুই প্রজন্ম।
5/10
রাজা নবকৃষ্ণ দে-র হাত ধরে পুজোর শুরু। শোভাবাজারে একচালার প্রতিমা, ডাকের সাজ। রাজবাড়িতে রীতি মেনে ভোগের আয়োজন।
6/10
কলকাতা শহরের ইতিহাসের সঙ্গে যে বাড়ির পুজো একটি দীর্ঘ সময় পার করে এসেছে, তা হল শোভাবাজার রাজবাড়ির পুজো।
7/10
এ বছর এই ঐতিহাসিক পুজো পা দিল ২৬৫তম বছরে। এই মুহূর্তে সেই পুজোরই চলছে প্রস্তুতি। ঠাকুর দালানে এই মুহূর্তে চলছে মায়ের সাজপর্ব।
8/10
মহাঅষ্টমী তিথিতে দেবীকে কুমারী ও চামুন্ডা রূপে পুজো করা হয়ে থাকে।
9/10
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, অষ্টমী তিথি আরম্ভ ২৫ আশ্বিন, মঙ্গলবার। রাত ১টা ৪৬ মিনিট ৩৪ সেকেন্ড। অষ্টমী তিথি শেষ– ২৬ আশ্বিন, বুধবার। রাত ১১টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ড।
10/10
সন্ধিপুজো রাত ১১টা ২৩ মিনিট ৪৯ সেকেন্ড থেকে ১২টা ১১ মিনিট ৪৯ সেকেন্ড মধ্যে সম্পন্ন হয় (ছবি ও তথ্য: পাপিয়া সিংহ)
Published at : 14 Oct 2021 12:47 AM (IST)
Tags :
Sovabazar Rajbari