WB Election 2021 News: আজ থেকেই চালু 'মা ক্যান্টিন', পাঁচ টাকায় মিলবে ভাত, ডাল, সব্জি ও ১টি ডিম
আজ, সোমবার থেকেই চালু হচ্ছে রাজ্য সরকারের মা প্রকল্প। এই প্রকল্পে ক্যান্টিনে পাঁচ টাকায় মিলবে ভাত, ডাল, সব্জি ও ১টি ডিম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার সবকটি বরো অফিসের ক্যান্টিনে আজ দুপুর ২টো থেকে ৫ টাকায় ডিম-ভাত পাওয়া যাবে।
আপাতত কয়েকটি ওয়ার্ডে ট্রায়াল দিয়ে শুরু হবে এই প্রকল্প। পরে, কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই 'মা' প্রকল্প চালু করা হবে।
এবারের রাজ্য বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রতিদিন ১টা থেকে ২টো অবধি খাবার পাওয়া যাবে ৷ আগে এলে আগের ভিত্তিতে খাবার পাওয়া যাবে ৷
স্থির হয়েছে, কলকাতা পুরসভার প্রতিটি বরোয় প্রথম দফায় হবে। তারপর প্রতিটি পুরসভায় একটি করে হবে ৷ তবে, এই রান্নাঘরের সস্তার খাবার পেতে হলে নির্দিষ্ট সময়ে হাজির হতে হবে। যখন খুশি গেলে মিলবে না খাবার।
স্বনির্ভর গোষ্ঠী এই খাবার রান্না করবে। পরে এই কাজে স্বেচ্ছাসেবী সংগঠন ও পাড়ার লোকেদের যুক্ত করা হবে। পরবর্তীকালে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য শহরেও শুরু হবে এই প্রকল্প।
উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতে গরিব মানুষকে সস্তায় খাবারের ব্যবস্থা করতে বামেরা স্থানীয় ভাবে চাঁদা তুলে বিভিন্ন এলাকায় শ্রমজীবী ক্যান্টিন নামে কমন কিচেন চালু করেছে।
জনপ্রিয় হয়ে ওঠা ওই ক্যান্টিনগুলিতে অনুদান দিয়েছেন অরাজনৈতিক সংগঠন, সাধারণ মানুষও।
দেশপ্রিয় পার্ক পুজো কমিটিও এক সময় শহরের গরিব মানুষের জন্য সস্তার ক্যান্টিন চালু করেছিল। তবে ওই ক্যান্টিনে নিরামিষ খাবারই দেওয়া হতো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -