Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Last Total Lunar Eclipse of 2022: বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কবে দেখা যাবে? ভারতের কোথায় কোথায় দেখতে পাবেন
চলতি বছর অর্থাৎ ২০২২ সালের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ৮ নভেম্বর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু এই বছরেরই নয়, আগামী তিন বছরের জন্য এটিই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। কারণ এরপরে ২০২৫ সালের ১৪ মার্চ আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।
তবে এই তিন বছরের মধ্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা না গেলেও, আংশিক বা penumbral চন্দ্রগ্রহণ দেখা যাবে। কিন্তু এই নভেম্বরেই বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে। আগামী তিনবছর আর এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারবেন না বিশ্ববাসী।
নাসা সূত্রে খবর, এবছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতে-সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে। এবারের চন্দ্রগ্রহণে চাঁদ পৃথিবীর ছায়াযুক্ত অঞ্চলের মধ্যে এসে পড়লে, চাঁদের রঙ লালচে হয়ে যাবে।
নাসা সূত্রে খবর, এই চন্দ্রগ্রহণের যে সময়ে চাঁদ পুরোপুরি ভাবে পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে, সেই পর্যায়টি দেখা যাবে উত্তর ও মধ্য আমেরিকা, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং পেরুর পশ্চিমভাগ থেকে।
পুয়ের্তো রিকো থেকে গ্রহণের পূর্ণগ্রাস পর্যায় শুরু হওয়ার কিছু পরেই দেখা যাবে। এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকেও এই গ্রহণ দেখা যাবে।
আলাস্কা এবং হাওয়াই দ্বীপপুঞ্জের বাসিন্দারা বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের প্রতিটি পর্যায় স্পষ্টভাবে দেখার সুযোগ পাবেন।
শোনা গিয়েছে, ভারতের বিভিন্ন অংশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এমনকি সাক্ষী থাকবেন কলকাতাবাসীও। আংশিক ভাবে বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে নয়া দিল্লি থেকেও।
সূত্রের খবর ভারতীয় সময়ে বছরের শেষ চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩২ মিনিটে। আর শেষ হবে ৬টা ১৮ মিনিটে। অর্থাৎ এই গ্রহণের স্থায়িত্ব ৪৫ মিনিট ৪৮ সেকেন্ড।
বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ কোনও যন্ত্রাংশের প্রয়োজন নেই। বাইনোকুলার এবং টেলিস্কোপের মাধ্যমেই স্পষ্ট ভাবে লালচে রঙের চাঁদ দেখা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -