IND vs BAN: লিটনের রান আউট, অর্শদীপ-হার্দিকের জোড়া সাফল্য, ভারতের জয়ের নেপথ্যের কারণগুলি
টসে জিতে প্রথমে বোলিং নিয়ে শুরুটা বেশ ভালই করে বাংলাদেশ। মাত্র দুই রানেই ফেরায় রোহিত শর্মাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে কেএল রাহুল ও বিরাট কোহলি ভারতের ইনিংসকে স্থিরতা প্রদান করেন। ম্যানেজমেন্টের ভরসার দাম দিয়ে রাহুল অর্ধশতরান করেন।
বিরাট কোহলি ৬৪ রানের ইনিংসে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহকও হন।
সূর্যকুমার ১৬ বলে ৩০ রানের ছোট্ট ইনিংস খেলেন। ভারত ছয় উইকেটে ১৮৪ রান তোলে।
লিটন দাস বাংলাদেশের হয়ে শুরুটা দারুণ করেন। ঝোড়ো অর্ধশতরান করেন লিটন।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের নতুন লক্ষ্য ১৮৫ থেকে কমে ১৫১ রান (১৬ ওভারে) হয়। তবে খেলা শুরু হওয়ার পরপরই রাহুলের ডাইরেক্ট থ্রোয়ে রান আউট হতে হয় লিটনকে।
একই ওভারে শাকিব আল হাসান ও আফিফকে সাজঘরে ফেরত পাঠিয়ে ম্যাচের রং বদলে দেন অর্শদীপ সিংহ।
পরের ওভারেই জোড়া সাফল্য পান হার্দিক পাণ্ড্যও। তিনি মোসাদ্দেক ও ইয়াসির আলিকে সাজঘরে ফেরত পাঠান।
শেষমেশ ১৪৫ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। পাঁচ রানে জয় পেয়ে সেমিফাইনালের পৌঁছনোর পথে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -