Yaas Cyclone: দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরে অবস্থান, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড়ে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড়ে। বর্তমানে দিঘা থেকে ৬৩০ কিলোমিটার ও ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় ইয়াস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমৌসম ভবন জানিয়েছে, ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। আজ রাতের মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
মঙ্গলবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার সকালে উত্তর বঙ্গোপসাগরে বাংলা-ওড়িশা উপকূলে অবস্থান করবে। দুপুরের পর আছড়ে পড়তে পারে পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে স্থলভাগে।
দিঘা থেকে বালেশ্বরের মধ্যে স্থলভাগে ঢোকার সম্ভাবনা প্রবল। স্থলভাগে ঢোকার সময় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার হতে পারে।
image 4
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনভর দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দুপুরের পর থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে। কাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।
ঘূর্ণিঝড় ইয়াসের আশঙ্কায় দিঘা উপকূলে জারি হয়েছে লাল সতর্কতা। কাল রাতে সমুদ্র-শহরে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। সকাল থেকে মাঝেমধ্যেই আকাশের মুখভার। দিঘার সমুদ্র আপাতত শান্ত। ধূ-ধূ করছে সৈকত। মাইকে সতর্কতামূলক প্রচার চলছে। আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় প্রস্তুতি। ক্যানিং পূর্ব বিধানসভার তাম্বুলদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় মাতলা নদীর পাড় ধরে বাঁধ মেরামতি শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতির পাশাপাশি, জলোচ্ছ্বাস আটকাতে বাঁধ উঁচুও করা হচ্ছে। প্রশাসনের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -