Indian Navy Day: প্রতিরক্ষার ক্ষেত্রে নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম, নৌবাহিনী দিবসে দেখুন ইতিহাসের পাতা
একদিনে বঙ্গোপসাগর। একদিকে ভারত মহাসাগর। আর এক দিকে আরবসাগর। ভারতের তিনদিকই সমুদ্রে ঘেরা। জলসীমা থাকলে তা যেমন ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত সুবিধাজনক। তেমনই দেশের প্রতিরক্ষার ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনদিক সমুদ্র দিয়ে ঘেরা এবং প্রতিকূল পড়শি দেশ। সব মিলিয়ে ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম। দেশের উন্নতি এবং সুরক্ষার জন্য নৌবাহিনীর অবদান এবং তাদের গুরুত্বকে স্মরণ করার জন্য প্রতিবছর ৪ ডিসেম্বর পালিত হয় ভারতীয় নৌবাহিনী দিবস
স্বাধীনতার পর থেকে বেশ কিছু যুদ্ধ লড়তে হয়েছে ভারতকে। তার মধ্যে অন্যতম ছিল ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ। সেই সময়ে অপারেশন ত্রিশূল শুরু করা হয়েছিল ভারতীয় নৌবাহিনীর তরফে।
সেই যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয় নৌবাহিনীর। চারটি পাক নৌযানকে ধ্বংস করেছিল তারা। সেই সাফল্যকেও স্মরণ করা হয় এই দিনে। দেশের সুরক্ষার জন্য যে সকল নৌ-সেনা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদেরও স্মরণ করা হয়। নৌবাহিনী দিবসে।
১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়েই পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল ভারত। ৩ ডিসেম্বরের সন্ধেয় ভারতীয় বিমানঘাঁটির উপর হামলা শুরু করে পাকিস্তান।
তখনই করাচির দিকে তিনটি মিসাইল বোট পাঠায় ভারত। সেই তিনটি বোটের নাম ছিল নির্ঘাত , বীর এবং নিপাত । পাকিস্তানের চারটি জাহাজকে ধ্বংস করেছিল তারা।
১৯৭২ সালে একটি কনফারেন্সের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে ৪ ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস হিসেবে পালিত হবে। ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনীর বীরত্ব স্মরণে রাখাই ছিল অন্যতম উদ্দেশ্য।
নৌবাহিনী দিবসে বিশাখাপত্তনমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানের নাম 'Operational Demonstration'.
এখানে নৌবাহিনীর একাধিক যান ও অস্ত্রের প্রদর্শনী করা হবে। সপ্তাহখানেক ধরে নানা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। ইস্টার্ন ন্যাভাল কম্যান্ড থেকে একাধিক অনুষ্ঠান করা হবে। ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ড থেকেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভারতীয় নৌবাহিনী দিবসে, বাহিনীর সব সদস্য এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তা লিখে ট্যুইট করেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -