গঙ্গা স্নান থেকে পুজো, দেশজুড়ে মাঘী পূর্ণিমার নানা ছবি
আজ মাঘী পূর্ণিমা। সারা দেশে পালিত হল এই দিনটি। বৌদ্ধ ধর্মালম্বীরা মাঘী পূর্ণিমা উদযাপন করে থাকে। অভ্যন্তরীণ শক্তি বিকাশ এবং সমস্ত দুঃখ কাটিয়ে উঠতে শক্তি অর্জন করার দিন হিসেবে এই দিনকে চিহ্নিত করা হয়। ছবি সৌজন্যে- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাঘী পূর্ণিমায় সাধারণত সারাদিন উপোস করারা পর ভক্তরা সন্ধে নাগাদ চাঁদ দেখে গঙ্গায় স্নান করেন। ছবি সৌজন্যে- পিটিআই
বহু হিন্দু ভক্ত এই দিনে হরিদ্বার, প্রয়াগরাজের মতো তীর্থস্থানগুলিতে যান। প্রয়াগরাজের মাঘ মেলায় অংশ নেন ভক্তরা। ছবি সৌজন্যে- পিটিআই
পাটনায় গঙ্গায় স্নান করার পরে মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। ছবি সৌজন্যে- পিটিআই
এই মাঘী পূর্ণিমা উপলক্ষে হরিদ্বারে মহা কুম্ভ মেলা হয়। ভক্তরা ভগবান বিষ্ণুর কাছে তাদের প্রার্থনা জানান। ছবি সৌজন্যে- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -