PM Modi On Mahakumbh 2025: রাত পেরোলেই মহাকুম্ভে মোদি, প্রয়াগরাজে পৌঁছে সারতে পারেন পুণ্যস্নান, রইল প্রধানমন্ত্রীর সফরসূচি

রাত পেরোলেই মহাকুম্ভ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী মোদি। প্রয়াগরাজ মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারেন প্রধানমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সূত্র মারফত খবর, দিল্লি বিধানসভা নির্বাচনের দিনেই প্রধানমন্ত্রীর প্রয়াগরাজ সফর হতে চলেছে। ইতিমধ্যেই সেই সফরসচি প্রকাশ্যে এসেছে।

সূত্র মারফত খবর, আগামীকাল ৫ ফেব্রুয়ারি সকাল ১০ টা ৫ নাগাদ প্রয়াগরাজ বিমানবন্দরে পৌঁছবেন। ঠিক ১০ টা ১০ নাগাদ ডিপিএস হ্যালিপ্যাডে পৌঁছবেন।
এরপর পৌনে ১১ নাগাদ আড়াইল ঘাটে পৌঁছবেন। সেখান থেকে নৌকৌ সফরে যাবেন মহাকুম্ভে।
যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ শীর্ষ নের্তৃত্ব মোদিকে স্বাগত জানানোর জন্য উপস্থিত থাকবেন।
জানা গিয়েছে, আগামীকাল বুধবার ১১ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারেন প্রধানমন্ত্রী।
এরপর পৌনে বারোটা অর্থাৎ ১১ টা ৪৫ মিনিট নাগাদ নৌকায় করে ফের আরাইল ঘাটে ফিরে আসবেন। ডিপিএস হ্যালিপ্যাড থেকে প্রয়াগরাজ বিমানবন্দরের উদ্দেশ্যে দেবেন রওনা।
চলতি বছরে মহাকুম্ভ শুরু হয়েছিল ১৩ জানুয়ারি। পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে এসেছে ভক্তকূল। ধ্যানমগ্ন সন্ন্যাসী। দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার।
যোগী সরকারের তথ্য অনুয়ায়ী, এখনও অবধি ৩৭ কোটিরও বেশি মানুষ সঙ্গমে স্নান সেরেছেন। চলতি বছরে মহাকুম্ভ চলবে ২৬ ফেব্রুয়ারি অবধি।
গত কয়েকদিনে, মহাকুম্ভে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অখিলেশ যাদব উপস্থিত থেকেছেন।
অপরদিকে, চলতি বছরে বড়সড় বিপর্যয়ের মুখোমুখী হয়েছে মহাকুম্ভ। বহু মানুষের মৃত্যু হয়েছে। এখনও অনেকে নিখোঁজ। এদিকে তথ্য় লুকোনোর অভিযোগে লাগাতার উত্তরপ্রদেশের যোগী সরকারকে নিশানা করছে বিরোধীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -