Mahalaya 2022 : পিতৃপক্ষের অবসান, মহালয়ার মাহেন্দ্রক্ষণে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ
আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু...আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান৷ দেবীপক্ষের সূচনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগমনীর গানে অতীতকে স্মরণ করে মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু৷ মহালয়া উপলক্ষ্যে সারা দেশের বিভিন্ন প্রান্তে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ।
শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷
অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ৷
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকে শুরু হয়েছে তর্পণ। পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যের বিভিন্ন জায়গা যেমন বারাণসী, প্রয়াগরাজ, বৌদ্ধগয়া, মির্জাপুরেও তর্পণ করা হয়।
মহালয়ার মাহেন্দ্রক্ষণে পিতৃপুরুষের উদ্দেশে কিছু অর্পণই হল তর্পণ...গোটা পিতৃপক্ষজুড়ে তর্পণ করা যায়। তবে পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথি, তর্পণের শ্রেষ্ঠ সময় হিসেবে ধরা হয়।
পৌরাণিক কাহিনিতে কথিত আছে, পূর্ব পুরুষদের উদ্দেশে জলদান করা হলে, তাঁরা তৎক্ষাণাৎ গ্রহণ করে আর্শীবাদ করেন। এভাবেই পূর্ব পুরুষদের তৃপ্ত করা হয়।
তবে শ্রী শ্রী চণ্ডিতে মহালয় হচ্ছে পুজো বা উৎসবের আলয়। এখানে আলয় শব্দটির একটি অর্থ হচ্ছে আশ্রয়।
চণ্ডিতে তাই 'মহালয়' বলতে 'পিতৃলোককে ' বোঝানো হয়েছে। পিতৃলোককে স্মরণের ক্ষণকেই বলা হয়েছে মহালয়া।
মহালয়ার সকালে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ যেন, অতীতের ভিত্তিকে একবার ছুঁয়ে দেখা। অতীতকে শ্রদ্ধা জানিয়ে শিকড়ের অভিমুখে ফেরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -