India Top News : মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনা থেকে, উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু - ছবিতে দেশের গুরুত্বপূর্ণ খবর
শনিবার মহারাষ্ট্রের বুলধানায় গভীর রাতে চলন্ত বাসে আগুন। ঝলসে মৃত্যু হল ২৬ জন যাত্রীর। অগ্নিদগ্ধ অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৩২ জন যাত্রী নিয়ে নাগপুর থেকে পুণে যাচ্ছিল বাসটি। বুলধানার সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাওয়ার সময়, রাত ২টো নাগাদ চলন্ত বাসে আগুন লেগে যায়।
শেয়ার বাজার খুলতেই রেকর্ড! ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে গেল সেনসেক্স ও নিফটি। শুক্রবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যে সেনসেক্স ৬৪,৪০৩ -তে পৌঁছে যায়। নিফটি ১৯,১০৮ -তে পৌঁছে যায়।
শুরু হল এবছরের অমরনাথ যাত্রা।জমমু বেস ক্যাম্প থেকে প্রথম পর্যায়ের যাত্রার সূচনা করলেন লেফটান্যান্ট গভর্নর মনোজ সিন্হা। পহলগাঁও ও বালতালের উদ্দেশে রওনা দিলেন যাত্রীরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) উদ্যোগের প্রশংসা রাশিয়ার প্রেসিডেন্টের (Russian President)। মোদির 'মেক ইন ইন্ডিয়া'-র স্পষ্ট প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতে। এমনই মন্তব্য করলেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। RT সূত্রের খবর।
উল্টোরথের দিনেই মর্মান্তিক মৃত্যু হল ত্রিপুরায়। উত্তর ত্রিপুরা জেলার কুমারঘাটে উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অনেকের।
আগামী ২৪ জুলাই রাজ্যসভার ১০টি আসনে নির্বাচন রয়েছে (Rajya Sabha Election)। এর মধ্যে বাংলার আসন সংখ্যা সাত। মেয়াদ শেষ হচ্ছে ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, সুখেন্দুশেখর রায়ের। এঁরা প্রত্যেকেই তৃণমূলের সাংসদ (TMC)। এ ছাড়াও বাংলা থেকে রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের। আগামী ১৮ অগাস্ট মেয়াদ শেষ হচ্ছে এঁদের।
ইজিপ্টে দু'দিনের সফরে গিয়ে অল হাকিম মসজিদ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মসজিদটি একাদশ শতকে তৈরি। যা পরে দাউদি বোহরা সম্প্রদায়ের সহায়তায় মেরামত করা হয়। বিজেপির অন্যতম তাৎপর্যপূর্ণ সমর্থক এই সম্প্রদায়।
মার্কিন সফরে গিয়ে গুগল কর্তা সুন্দর পিচাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তারপরই পিচাই করেন ভারতে গুগলের নতুন পরিকল্পনা সংক্রান্ত ঘোষণা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই গুগল কর্তা জানিয়ে দেন শিগগিরিই গুজরাতে ফিনটেক অপারেশন সেন্টার তৈরি করবে গুগল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -