Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Air Conditioner: বর্ষার দিনে আপনার বাড়ির এসি মেশিন ঠিক রাখতে মাথায় রাখুন কয়েকটি সহজ টিপস
বর্ষার মরশুমেও গরম কিন্তু কমেনি। অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে ভ্যাপসা গুমোট গরম অনুভূত হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর তাই তাপমাত্রা কমলেও অনেকেই রাতের ঘুমটা অন্তত স্বস্তিতে ঘুমানোর জন্য বাড়িতে এখনও এসি চালাচ্ছেন।
বর্ষার মরশুমে এয়ার কন্ডিশয়ার মেশিনের যথেষ্ট যত্ন প্রয়োজন। কয়েকটা সহজ পদ্ধতি মেনে চললেই এসি মেশিন বর্ষাকালেও ভালভাবে কাজ করবে।
বর্ষার মরশুমে এসি মেশিনের খেয়াল রাখার জন্য কী কী করবেন আর কী কী করবেন না একনজরে দেখে নিন।
বর্ষার দিনে বৃষ্টি হয় বলে তাপমাত্রা গরমকালের তুলনায় অনেকটাই কম থাকে। এই মরশুমে এসি চালালে তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা প্রয়োজন। এর থেকে আপনি আরাম পাবেন।
পাশাপাশি ভাল থাকবে মেশিন। ইলেকট্রিক বিলও নিয়ন্ত্রণে থাকবে। খুব বেশি বিদ্যুতের ইউনিট খরচ হবে না। অর্থাৎ কারেন্ট কনজাম্পশন কম হবে।
যেহেতু বর্ষাকালে আবহাওয়ায় প্রচুর আর্দ্রতা থাকে তাই এসি মেশিনে ড্রাই মোড রাখা ঠিক হবে। এসি চালানোর পর ঘরের ফ্যানও চালিয়ে দেবেন। তাহলে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে।
নিয়মিত ভাবে এসি মেশিনের ফিল্টার পরিষ্কার করা প্রয়োজন। কারণ এই ফিল্টারে নোংরা জমলে এসি খারাপ হতে পারে। ঘর ঠান্ডা হতে সময় লাগবে অনেক বেশি। কারেন্টও বেশি খরচ হবে।
মাসে অন্তত দু'বার এসি মেশিনের ফিল্টার পরিষ্কার করা প্রয়োজন। এর ফলে এসি মেশিন ভাল থাকবে, টেকসই হবে, কারেন্ট কম খরচ হবে, কম ইলেকট্রিকের বিল আসবে।
সরাসরি সূর্যালোক পৌঁছয় এমন জায়গায় এসি মেশিন রাখবেন না। এমন কোনও যন্ত্রাংশ বা মেশিন এয়ার কন্ডিশনারের পাশে রাখবেন না যেখান থেকে তাপ নির্গত হয়। এসি মেশিনের ভেন্টের একদম সামনে কিছু রাখবেন না। এসি মেশিনের আশপাশে কম্পিউটার, এলইডি টিভি এসব না রাখাই মঙ্গলের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -