Cyclone Tauktae : মহারাষ্ট্রে তাণ্ডব তওতে-র, দেখুন ছবিতে
গতরাতে গুজরাতে আছড়ে পড়ার আগে মহারাষ্ট্রে তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় তওতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতওতে-র প্রভাবে মহারাষ্ট্রে ৬ জনের মৃত্যু ও ৯ জন আহত হয়েছেন।
বিশাল ক্ষয়ক্ষতি এড়াতে পারলেও মুম্বইয়ে ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১১৫ কিলোমিটার। যার জেরে বিমানবন্দর ও বান্দ্র-ওরলি সি লিঙ্ক বন্ধ করে দেয় প্রশাসন।
বিভিন্ন জায়গায় জল জমে যায়। ফলে, ধীর গতিতে চলতে থাকে গাড়ি । গেট ওয়ে অফ ইন্ডিয়ায় আরব সাগরের বড় বড় ঢেউ দেখা যায়।
বিভিন্ন এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। গাড়ির ওপর পড়ে থাকতে দেখা যায় গাছের ডালপালা।
এদিকে তওতে মুম্বই অতিক্রম করার সময় আরব সাগরে আটকে পড়ে দুটি বার্জ। তাতে ৪১০ জন যাত্রী ছিলেন। ঘটনার খবর পায় ভারতীয় নৌবাহিনী। এরপর আইএনএস কলকাতা, আইএনএস কোচি ও আইএনএস তলওয়ার তিনটি রণতরী উদ্ধারকাজে নামে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭৭ জনকে উদ্ধার করা গিয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও তওতে-র প্রভাব মুম্বই শহর ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এর সাথে সাথে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার।
এদিকে ক্ষয়ক্ষতির খবর নিতে গুজরাত ও রাজস্থানের মুখ্যমন্ত্রীর পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের তরফে সাহায্যের কথা বলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -