Cyclone Tauktae : মহারাষ্ট্রে তাণ্ডব তওতে-র, দেখুন ছবিতে
ছবি- গেটওয়ে অফ ইন্ডিয়ায় আছড়ে পড়ছে আরব সাগরের ঢেউ
1/8
গতরাতে গুজরাতে আছড়ে পড়ার আগে মহারাষ্ট্রে তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় তওতে।
2/8
তওতে-র প্রভাবে মহারাষ্ট্রে ৬ জনের মৃত্যু ও ৯ জন আহত হয়েছেন।
3/8
বিশাল ক্ষয়ক্ষতি এড়াতে পারলেও মুম্বইয়ে ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১১৫ কিলোমিটার। যার জেরে বিমানবন্দর ও বান্দ্র-ওরলি সি লিঙ্ক বন্ধ করে দেয় প্রশাসন।
4/8
বিভিন্ন জায়গায় জল জমে যায়। ফলে, ধীর গতিতে চলতে থাকে গাড়ি । গেট ওয়ে অফ ইন্ডিয়ায় আরব সাগরের বড় বড় ঢেউ দেখা যায়।
5/8
বিভিন্ন এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। গাড়ির ওপর পড়ে থাকতে দেখা যায় গাছের ডালপালা।
6/8
এদিকে তওতে মুম্বই অতিক্রম করার সময় আরব সাগরে আটকে পড়ে দুটি বার্জ। তাতে ৪১০ জন যাত্রী ছিলেন। ঘটনার খবর পায় ভারতীয় নৌবাহিনী। এরপর আইএনএস কলকাতা, আইএনএস কোচি ও আইএনএস তলওয়ার তিনটি রণতরী উদ্ধারকাজে নামে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭৭ জনকে উদ্ধার করা গিয়েছে।
7/8
ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও তওতে-র প্রভাব মুম্বই শহর ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এর সাথে সাথে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার।
8/8
এদিকে ক্ষয়ক্ষতির খবর নিতে গুজরাত ও রাজস্থানের মুখ্যমন্ত্রীর পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের তরফে সাহায্যের কথা বলেন।
Published at : 18 May 2021 01:09 PM (IST)