Maharashtra Unlock Plan: শহর থেকে জেলায় ৫ ধাপে আনলক প্রক্রিয়া শুরু হচ্ছে মহারাষ্ট্রে
প্রায় দুমাসের কড়া লকডাউনের পর ধীরে ধীরে ছন্দে ফিরতে চলেছে মহারাষ্ট্র। আগামী সোমবার থেকে ৫টি লেভেলে আনলক প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ১৮টি জেলায় দেওয়া হবে ছাড়। শনিবার রাজ্য সরকার জানিয়েছে, নাগপুর, ঔরঙ্গবাদ, ভান্ডারা, চন্দ্রপুর, থানে, নাসিক, জলগাঁও-এর মতো জেলায় দেওয়া হবে ছাড়। তবে এই তালিকায় নেই মুম্বই, পুনের মতো শহরের নাম। ছবি সৌজন্যে- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ, মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশের আগে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল সহ বিভিন্ন সরকারি দফতর এবং স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হয়েছে। পুরসভা এবং মিউনিসিপ্যাল কর্পোরেশেনর ভিত্তিতে ৪৮টি ইউনিট এবং পজিটিভিটি রেট ও অক্সিজেন সহ বেডে রোগী ভর্তির ভিত্তিতে ৫টি ধাপে ভাগ করা হয়েছে। ছবি সৌজন্যে- পিটিআই
পজিটিভিটি রেট ৫ শতাংশ বা তার কম ও হাসপাতালে শয্যার ২৫ শতাংশ বা তার কম ভর্তি, সেই অঞ্চলকে লেভেল ওয়ানে রাখা হবে। সংশ্লিষ্ট জেলাগুলিতে সবই থাকবে স্বাভাবিক। দোকান, রেস্তোরাঁ, খেলা, সিনেমা হল, মল, কারখানা, সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে। বিয়ে, শেষকৃত্য, শ্রাদ্ধানুষ্ঠান, শিল্পক্ষেত্রে বিধিনিষেধ নেই। গন পরিবহন ব্যবস্থাও চালু থাকবে। ছবি সৌজন্যে- পিটিআই
লেভেল টু আনলক পর্ব চলবে যেখানে পজিটিভিটি রেট ৫ শতাংশের বেশি ও হাসপাতালে বর্তমানে ভর্তি ২৫–৪০ শতাংশ সেখানে। সেই সব জেলায় জারি থাকবে ১৪৪ ধারা। ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে সিনেমা হল, মল, রেস্তোরাঁ, জিম, সেলুন, বিউটি পার্লার । খোলা থাকবে দোকান। ছবি সৌজন্যে- পিটিআই
পজিটিভিটি রেট ৫–১০ শতাংশ ও হাসপাতালে শয্যা ৪০–৬০ শতাংশ ভর্তি, সেই অঞ্চলগুলি লেভেল থ্রি পর্যায়ে পড়বে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দোকান খোলা থাকবে বিকেল ৪ টে পর্যন্ত। অনলাইন পরিষেবা চালু থাকবে বিকেল চারটের পর। মল ও সিনেমা হল থাকবে বন্ধ। ভোর ৫ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত বিনোদন পার্ক খোলা থাকবে। ছবি সৌজন্যে- পিটিআই
পজিটিভিটি রেট ১০–২০ শতাংশ ও হাসপাতালে শয্যা ভর্তি ৬০–৭৫ শতাংশ, সেই সমস্ত অঞ্চল লেভেল ফোর পর্যায়ে পড়বে। বিকেল পাঁচটার পর জারি থাকবে কার্ফু। জরুরি পরিষেবার সঙ্গে সম্পর্কযুক্ত দোকান খোলা থাকবে বিকেল ৪টে পর্যন্ত। ছবি সৌজন্যে- পিটিআই
লেভেল ফাইভ যেসব জায়গায় সেখানে থাকবে কড়া লকডাউন। পজিটিভিটি রেট ২০ শতাংশ বা তার বেশি ও হাসপাতালে শয্যা ৭৫ শতাংশের বেশি ভর্তি সেই অঞ্চলগুলি লেভেল ফাইভ পর্যায়। জরুরি প্রয়োজনে ই-পাস ব্যবহার করা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -