INS Sandhayak Decommissioned: চার দশক পর অবসর দেশের প্রাচীনতম হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল আইএনএস সন্ধ্যায়ক-এর
চার দশক পর অবসর দেশের প্রাচীনতম হাইড্রোগ্রাফি সার্ভে ভেসেন আইএনএস সন্ধ্যায়ক-এর
1/10
চার দশক ধরে দেশসেবায় নিযুক্ত থাকার পর অবসর নিল ভারতীয় নৌসেনার হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল আইএনএস সন্ধ্য়ায়ক।
2/10
নৌসেনার প্রাচীনতম হাইড্রোগ্রাফি সার্ভে ভেসেলকে বিশাখাপত্তনমের নৌসেনা ডকইয়ার্ডে বিদায় সম্বর্ধনা জানানো হয়।
3/10
করোনা অতিমারীর কথা মাথায় রেখে অত্যন্ত ছিমছাম ডিকমিশনিং অনুষ্ঠানের মাধ্যমে জাহাজটিকে শেষ স্যালুট দেওয়া হয়।
4/10
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নৌসেনার পূর্বাঞ্চলীয় প্রধান ফ্ল্যগ অফিসার কমান্ডিং-ইন-চিফ (এফওসি-ইন-সি) ভাইস অ্যাডমিরাল বিনয় বাধওয়ার।
5/10
তাঁর উপস্থিতিতে জাহাজের মাস্তুল থেকে জাতীয় পতাকা, নৌসেনার পতাকা ও ধ্বজা নামিয়ে আনা হয়।
6/10
নৌসেনার ব্যান্ডের সুরের মূর্ছনায় সন্ধের পরিবেশ আরও মায়াবী হয়ে উঠেছিল।
7/10
কর্মজীবনে দেশের পূর্ব ও পশ্চিম উপকূলে দুশোর ওপর হাইড্রোগ্রাফিক সমীক্ষা বা জরিপের কাজ চালিয়েছে আইএনএস সন্ধ্য়ায়ক।
8/10
পাশাপাশি বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মায়ানমারের মতো দেশের জন্য হাইড্রোগ্রাফির কাজ করেছে আইএনএস সন্ধ্য়ায়ক।
9/10
এছাড়া, ১৯৮৭ সালে শ্রীলঙ্কায় অপারেশন পবন, ২০০৪ সালে সুনামির পর ত্রাণকার্য সম্পর্কিত অপারেশন রেনবো, এবং ২০১৯ সালে ভারত-মার্কিন যৌথ উদ্যোগে ত্রাণকার্য সম্পর্কিত টাইগার ট্রায়াম্ফ অভিযানে অংশ নিয়েছে আইএনএস সন্ধ্য়ায়ক।
10/10
এখানে বলে রাখা প্রয়োজন, হাইড্রোগ্রাফি হল পৃথিবীর জলভাগ বিশেষ করে সমুদ্র সম্বন্ধে গবেষণা, সমুদ্রতলের মানচিত্রাঙ্কন, গভীরতা নির্ণয় প্রভৃতি সংক্রান্ত বিজ্ঞান।
Published at : 05 Jun 2021 03:57 PM (IST)