INS Sandhayak Decommissioned: চার দশক পর অবসর দেশের প্রাচীনতম হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল আইএনএস সন্ধ্যায়ক-এর
চার দশক ধরে দেশসেবায় নিযুক্ত থাকার পর অবসর নিল ভারতীয় নৌসেনার হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল আইএনএস সন্ধ্য়ায়ক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনৌসেনার প্রাচীনতম হাইড্রোগ্রাফি সার্ভে ভেসেলকে বিশাখাপত্তনমের নৌসেনা ডকইয়ার্ডে বিদায় সম্বর্ধনা জানানো হয়।
করোনা অতিমারীর কথা মাথায় রেখে অত্যন্ত ছিমছাম ডিকমিশনিং অনুষ্ঠানের মাধ্যমে জাহাজটিকে শেষ স্যালুট দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নৌসেনার পূর্বাঞ্চলীয় প্রধান ফ্ল্যগ অফিসার কমান্ডিং-ইন-চিফ (এফওসি-ইন-সি) ভাইস অ্যাডমিরাল বিনয় বাধওয়ার।
তাঁর উপস্থিতিতে জাহাজের মাস্তুল থেকে জাতীয় পতাকা, নৌসেনার পতাকা ও ধ্বজা নামিয়ে আনা হয়।
নৌসেনার ব্যান্ডের সুরের মূর্ছনায় সন্ধের পরিবেশ আরও মায়াবী হয়ে উঠেছিল।
কর্মজীবনে দেশের পূর্ব ও পশ্চিম উপকূলে দুশোর ওপর হাইড্রোগ্রাফিক সমীক্ষা বা জরিপের কাজ চালিয়েছে আইএনএস সন্ধ্য়ায়ক।
পাশাপাশি বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মায়ানমারের মতো দেশের জন্য হাইড্রোগ্রাফির কাজ করেছে আইএনএস সন্ধ্য়ায়ক।
এছাড়া, ১৯৮৭ সালে শ্রীলঙ্কায় অপারেশন পবন, ২০০৪ সালে সুনামির পর ত্রাণকার্য সম্পর্কিত অপারেশন রেনবো, এবং ২০১৯ সালে ভারত-মার্কিন যৌথ উদ্যোগে ত্রাণকার্য সম্পর্কিত টাইগার ট্রায়াম্ফ অভিযানে অংশ নিয়েছে আইএনএস সন্ধ্য়ায়ক।
এখানে বলে রাখা প্রয়োজন, হাইড্রোগ্রাফি হল পৃথিবীর জলভাগ বিশেষ করে সমুদ্র সম্বন্ধে গবেষণা, সমুদ্রতলের মানচিত্রাঙ্কন, গভীরতা নির্ণয় প্রভৃতি সংক্রান্ত বিজ্ঞান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -