Maithili thakur Profile: আলিনগর থেকে জিতে বিহারের সবচেয়ে কমবয়সি বিধায়ক তিনি, কে এই মৈথিলী ঠাকুর?
Bihar Election Result: লোকশিল্পীর কেন্দ্র আলিনগর বিহার নির্বাচনে হেভিওয়েট প্রতিযোগিতার জায়গা। যেখান থেকে তিনি ভাগ্য পরীক্ষা হল। যাতে হেসেখেলে জিতে গেলেন মৈথিলী।
Continues below advertisement
বিহারে আলিনগরে জয় মৈথিলী ঠাকুরের
Continues below advertisement
1/9
তাঁকে নির্বাচনে দাঁড় করিয়ে বড় চমক দিয়েছিল বিজেপি। মৈথিলী ঠাকুর। এবার ২৫ বছরের এই তরুণীই আলিনগর থেকে ভোটে জিতলেন। হয়ে গেলেন বিজেপির সবচেয়ে কম বয়সি বিধায়ক।
2/9
লোকশিল্পীর কেন্দ্র আলিনগর বিহার নির্বাচনে হেভিওয়েট প্রতিযোগিতার জায়গা। যেখান থেকে তিনি ভাগ্য পরীক্ষা হল। যাতে হেসেখেলে জিতে গেলেন মৈথিলী। সেখানে গত নির্বাচনে ভিআইপি প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল।
3/9
মৈথিলী ঠাকুরের মনোনয়ন বিজেপির একটি কৌশলগত পদক্ষেপ। তরুণদের মধ্যে মৈথিলীর জনপ্রিয়তা কাজে লাগিয়ে মিথিলাঞ্চল অঞ্চলে তার জনপ্রিয়তাকে আরও জোরদার করতে চাইছে গেরুয়া শিবির। তাই আলিনগরে তাঁকে টিকিট দেওয়া হয়েছিল।
4/9
উল্লেখ্য, বিজেপিতে যোগদান করেই মৈথিলী বলেছিলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাজে আমি মুগ্ধ। আমি এখানে সমাজের সেবা করতে ও বিহারের উন্নয়নে অবদান রাখতে এসেছি।"
5/9
বিজেপি প্রার্থী লোকসংগীত শিল্পী মৈথিলী ঠাকুর এবং আরজেডি-র প্রার্থী বিনোদ মিশ্রের মধ্যে কড়া টক্কর হতে পারে, এমন আশঙ্কা আগেই করা গিয়েছিল। শেষ পর্যন্ত মৈথিলীই শেষ হাসি হাসলেন
Continues below advertisement
6/9
জনপ্রিয় সঙ্গীত রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের ১২ তম মরশুমে মৈথিলীকে দেখা গিয়েছিল প্রতিযোগী হিসেবে। এরপর প্লে ব্যাকও করেছেন। বেশ জনপ্রিয় তিনি বিহারের তরুণ প্রজন্মের কাছে।
7/9
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৈথিলী ৮৩০০ ভোটে এগিয়ে রয়েছেন।
8/9
এই তরুণী বলিউডের ছবিতেও গান গেয়েছেন। এছাড়া মৈথিলী, ভোজপুরি, আওয়াধি সহ আরও অন্যান্য নানা ভাষায় গান গেয়েছেন।
9/9
মাত্র ৪ বছর বয়সে সঙ্গীতিশক্ষায় হাতেখড়ি মৈথিলীর। বাড়িতেই গানের পরিমণ্ডল ছিল। ১০ বছর বয়স থেকে বিভিন্ন অনুষ্ঠান ও জাগরণে গান গাওয়া শুরু করে সে।
Published at : 14 Nov 2025 05:09 PM (IST)