Mamata on Duare Ration: চাকরির ঘোষণা থেকে গাড়ি কেনায় ছাড়, দুয়ারে রেশনের শুরুতে কী কী বললেন মুখ্যমন্ত্রী

Mamata on Duare Ration, দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

1/10
দুয়ারে রেশন প্রকল্প নতুনভাবে সূচনা করলেন মুখ্যমন্ত্রী।
2/10
নেতাজি ইন্ডোরে অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
3/10
অনুষ্ঠানমঞ্চ থেকে একগুচ্ছ ঘোষণা করলেন তিনি।
4/10
নিজের গাড়িতে রেশন পৌঁছে দিলে ডিলারকে ১ লক্ষ টাকা দেবে রাজ্য।
5/10
ডিলারদের কুইন্টাল প্রতি কমিশন বৃদ্ধি। কৃষকদের জন্য ফসল বিক্রির মিনিমাম প্রাইস ১৯৪০ টাকা।
6/10
আগে থেকে মানুষকে সময় জানিয়ে দুয়ারে রেশন পৌঁছে দিতে ডিলারদের নির্দেশ
7/10
দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার জন্য ২ জন লোক নিয়োগ করতে পারবে রেশন ডিলাররা
8/10
২ জন স্টাফের অর্ধেক মাইনে তথা ৫ হাজার দেবে রাজ্য, অর্ধেক মাইনে দেবে রেশন ডিলার।
9/10
৫০০ মিটার পরপর দুয়ারে রেশন গাড়ি দাঁড়াবে। বাড়িতে যেতে হবে না, এলাকার মানুষ এসে রেশন সংগ্রহ করবে।
10/10
ডিলারশিপ নেওয়ার কসান মানি ৫ লক্ষ থেকে কমিয়ে ১ লক্ষ। যা আরও কমিয়ে ৫০ হাজার করার বার্তা।
Sponsored Links by Taboola