Mamata on Duare Ration: চাকরির ঘোষণা থেকে গাড়ি কেনায় ছাড়, দুয়ারে রেশনের শুরুতে কী কী বললেন মুখ্যমন্ত্রী
দুয়ারে রেশন প্রকল্প নতুনভাবে সূচনা করলেন মুখ্যমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনেতাজি ইন্ডোরে অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানমঞ্চ থেকে একগুচ্ছ ঘোষণা করলেন তিনি।
নিজের গাড়িতে রেশন পৌঁছে দিলে ডিলারকে ১ লক্ষ টাকা দেবে রাজ্য।
ডিলারদের কুইন্টাল প্রতি কমিশন বৃদ্ধি। কৃষকদের জন্য ফসল বিক্রির মিনিমাম প্রাইস ১৯৪০ টাকা।
আগে থেকে মানুষকে সময় জানিয়ে দুয়ারে রেশন পৌঁছে দিতে ডিলারদের নির্দেশ
দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার জন্য ২ জন লোক নিয়োগ করতে পারবে রেশন ডিলাররা
২ জন স্টাফের অর্ধেক মাইনে তথা ৫ হাজার দেবে রাজ্য, অর্ধেক মাইনে দেবে রেশন ডিলার।
৫০০ মিটার পরপর দুয়ারে রেশন গাড়ি দাঁড়াবে। বাড়িতে যেতে হবে না, এলাকার মানুষ এসে রেশন সংগ্রহ করবে।
ডিলারশিপ নেওয়ার কসান মানি ৫ লক্ষ থেকে কমিয়ে ১ লক্ষ। যা আরও কমিয়ে ৫০ হাজার করার বার্তা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -