Mamata Modi Meet: বকেয়া-আলোচনা হল, মোদি-মমতা মিটিংয়ে রইল সৌজন্যের টুকরো ছবিও
বুধবার, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়-সহ ১০ জন তৃণমূল সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন সংসদ ভবনে, সকাল ১১টা থেকে ২৫ মিনিট ধরে হয় বৈঠক। বকেয়া ইস্য়ুতে রাজ্য়ের তরফে একটি স্মারকলিপিও দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। যেখানে দাবি করা হয়, একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, ন্য়াশনাল হেলথ মিশন সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের থেকে পাওনা প্রায় ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্য়ের।
এদিন মিনিট ২০-২৫ প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হয়। পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'গরিব লোকের টাকা বন্ধ করে রাখা ঠিক নয়। আমরা এটাই বলেছি। প্রধানমন্ত্রী মন দিয়ে শুনেছেন। বলেছেন ঠিক আছে, কেন্দ্র ও রাজ্য়ের ২ অফিসার বসে এ ব্য়াপারে সিদ্ধান্ত নেবেন।'
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের ১০০ দিনের টাকা দেওয়া হচ্ছে না। যাঁরা কাজ করেছেন, গরিব লোক, তাঁদের প্রাপ্য় টাকাও বন্ধ রয়েছে। এটা সংবিধানের অধিকার। টাকা দিতেই হবে। ২০২২-২৩-এর যে বাজেট হয়েছে, সেখানেও এ রাজ্য়কে ১০০ দিনের কাজ বাবদ কোনও টাকা দেওয়া হয়নি। আবাস যোজনা প্রকল্পও বন্ধ, গ্রামীণ উন্নয়ন প্রকল্পও বন্ধ করে দিয়েছে, স্বাস্থ্য় মিশনের কাজও বন্ধ। টাকা দিচ্ছে না। ১৫৫টা টিম বাংলায় পাঠানো হয়েছে। যে ক্ল্য়ারিফিকেশন চেয়েছে, আমরা দিয়েছি। এখনও অবধি কিছু পাইনি। আমরা আগেও তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি।'
রাজনৈতিক বৈরিতা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে চাপানউতোরের মধ্যেও বুধবারের প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠকে সৌজন্যের কোনও অভাব হল না।
সূত্রের দাবি, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঢুকতেই উঠে দাঁড়িয়ে, আসুন দিদি বলে স্বাগত জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর কুশল বিনিময় হয়। তারপর নরেন্দ্র মোদি জানতে চান, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের ব্যাপারে। বলেন, 'আপনার পায়ে আঘাত লেগেছে, ২ মাস তো হয়ে গেল, এখন পা কেমন আছে?'
উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর পা ঠিক আছে, ভাল আছে। তারপরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান, তিনি ভাল আছেন কিনা? উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, তিনি ভাল আছেন।
নতুন সংসদভবনে প্রথমবার এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি-দাওয়া নিয়ে কথা হওয়ার পর, মমতা বন্দ্যোপাধ্যকে সঙ্গে নিয়ে নিজের দফতর ঘুরে দেখান প্রধানমন্ত্রী।
গত বছর ৫ অগাস্ট, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাত নম্বর লোককল্যাণ মার্গে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক হয়েছিল দু’জনের। ১৬ মাস পর, ফের দুজন মুখোমুখি বৈঠক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -