Manipur Landslide: মণিপুরে ধসের নিচে অন্তত ৫৫ জনের আটকে থাকার আশঙ্কা, উদ্ধারকাজে সেনা ও NDRF

ফাইল ছবি

1/9
ভয়াবহ বন্যায় গোটা অসম যখন বিধ্বস্ত, তখন প্রবল বৃষ্টির মধ্যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল উত্তর-পূর্বের আরেক রাজ্য মণিপুরে।
2/9
মণিপুরের নোনে জেলায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১। সেনা সূত্রে খবর, এর মধ্যে ১৫ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান।
3/9
বুধবার, ঘড়িতে তখন রাত দেড়টা। মণিপুরের নোনে জেলায় টুপুলে রেলওয়ে নির্মাণ শিবিরে ভয়াবহ ধস নামে।
4/9
ধসের নিচে চাপা পড়েন সেনা, রেলকর্মী থেকে স্থানীয় বেশ কয়েকজন। ধসের ফলে মৃত্যু হয়েছে দার্জিলিঙের বাসিন্দা একাধিক জওয়ানের।
5/9
নোনে জেলার টুপুলে ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মণিপুরের ইতিহাসে একে ভয়াবহ ঘটনা বলে তিনি মন্তব্য করেছেন।
6/9
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও ধসের নীচে অন্তত ৫৫ জনের আটকে থাকার আশঙ্কা। এক জওয়ান-সহ ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। সেনা ও NDRF উদ্ধারকাজ চালাচ্ছে। যান চলাচলে প্রভাব পড়ায় উদ্ধারকাজ শেষ হতে আরও ২-৩ দিন লাগবে।
7/9
উত্তর-পূর্ব রেলের সিপিআরও জানিয়েছেন, অবিরাম বৃষ্টির কারণে ভূমিধস হয়। জিরিবাম - ইম্ফল নতুন লাইনের কাজের সময় টুপুল স্টেশন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
8/9
শনিবার সকালে পাওয়া খবর অনুসারে, রাজ্যে ফিরছে মণিপুরের ধসে মৃত টেরিটোরিয়াল আর্মির ১০ জওয়ানের দেহ। এদের মধ্যে দার্জিলিং, মিরিক ও কার্শিয়ঙের ৯ এবং এক জওয়ান জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা।
9/9
দুটি বিমানে রাজ্যে পৌঁছবে ১০ জওয়ানের কফিনবন্দি দেহ। বাগডোগরায় নামার পর নিয়ে যাওয়া হবে ব্যাঙডুবি সেনা হাসপাতালে। সেখানে গান স্যালুট দেওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ।
Sponsored Links by Taboola