Manipur Landslide: মণিপুরে ধসের নিচে অন্তত ৫৫ জনের আটকে থাকার আশঙ্কা, উদ্ধারকাজে সেনা ও NDRF
ফাইল ছবি
1/9
ভয়াবহ বন্যায় গোটা অসম যখন বিধ্বস্ত, তখন প্রবল বৃষ্টির মধ্যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল উত্তর-পূর্বের আরেক রাজ্য মণিপুরে।
2/9
মণিপুরের নোনে জেলায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১। সেনা সূত্রে খবর, এর মধ্যে ১৫ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান।
3/9
বুধবার, ঘড়িতে তখন রাত দেড়টা। মণিপুরের নোনে জেলায় টুপুলে রেলওয়ে নির্মাণ শিবিরে ভয়াবহ ধস নামে।
4/9
ধসের নিচে চাপা পড়েন সেনা, রেলকর্মী থেকে স্থানীয় বেশ কয়েকজন। ধসের ফলে মৃত্যু হয়েছে দার্জিলিঙের বাসিন্দা একাধিক জওয়ানের।
5/9
নোনে জেলার টুপুলে ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মণিপুরের ইতিহাসে একে ভয়াবহ ঘটনা বলে তিনি মন্তব্য করেছেন।
6/9
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও ধসের নীচে অন্তত ৫৫ জনের আটকে থাকার আশঙ্কা। এক জওয়ান-সহ ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। সেনা ও NDRF উদ্ধারকাজ চালাচ্ছে। যান চলাচলে প্রভাব পড়ায় উদ্ধারকাজ শেষ হতে আরও ২-৩ দিন লাগবে।
7/9
উত্তর-পূর্ব রেলের সিপিআরও জানিয়েছেন, অবিরাম বৃষ্টির কারণে ভূমিধস হয়। জিরিবাম - ইম্ফল নতুন লাইনের কাজের সময় টুপুল স্টেশন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
8/9
শনিবার সকালে পাওয়া খবর অনুসারে, রাজ্যে ফিরছে মণিপুরের ধসে মৃত টেরিটোরিয়াল আর্মির ১০ জওয়ানের দেহ। এদের মধ্যে দার্জিলিং, মিরিক ও কার্শিয়ঙের ৯ এবং এক জওয়ান জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা।
9/9
দুটি বিমানে রাজ্যে পৌঁছবে ১০ জওয়ানের কফিনবন্দি দেহ। বাগডোগরায় নামার পর নিয়ে যাওয়া হবে ব্যাঙডুবি সেনা হাসপাতালে। সেখানে গান স্যালুট দেওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ।
Published at : 02 Jul 2022 11:44 AM (IST)