Delhi on Marriages : শুধু বাড়ি বা কোর্টেই বিয়ে, সোমবার থেকে দিল্লিতে জারি হচ্ছে কড়া নতুন নিয়ম
শুধুমাত্র বাড়ি বা কোর্টেই করা যাবে বিয়ে, উপস্থিত থাকতে পারবেন সর্বোচ্চ ২০ জন। সোমবার থেকে নতুন এই কড়া নিয়ম জারি হচ্ছে দিল্লিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনার দ্বিতীয় ঢেউয়ে এই মুহূর্তে লন্ডভন্ড রাজধানী। আয়ত্ত্বের বাইরে চলে যাওয়া পরিস্থিতি সামাল দিতে ক্রমশ লকডাউনের মেয়াদ বাড়াতে বাধ্য হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল সরকার।
এর মাঝেই বিয়ে নিয়ে নতুন কড়া নিয়ম আনল তারা। দিল্লি সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও ম্যারেজ হল, ব্যাঙ্কোয়েট, হোটেল বা অন্য কোনও জায়গায় করা যাবে না বিয়ের অনুষ্ঠান।
এই মুহূর্তে মাত্রাছাড়া সংক্রমণের জেরে দিল্লিতে হাসপাতালের বেড, অক্সিজেনের প্রবল আকাল চলছে। বাধ্য হতে এবার বন্ধ করা হচ্ছে শহরের লাইফলাইন মেট্রোও।
এই অবস্থায় সর্বোচ্চ ২০ জনকে নিয়ে কোর্টে গিয়ে বা বাড়িতেই বিয়ে সারতে হবে জানিয়েছেন দিল্লির মুখ্যসচিব বিজয় দেব।
সম্পূর্ণ বা আংশিক লকডাউন চলছে গোটা দেশজুড়েই। পশ্চিমবঙ্গেও আংশিক লকডাউনের মধ্যে বিয়েবাড়ি আয়োজন করার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ জনকে আমন্ত্রণের ছাড় দেওয়া হয়েছে।
একসঙ্গে যাতে অনেক লোক কোনও জায়গায় একত্রিত না হন তার জন্য কড়া পদক্ষেপ করছে দেশের অন্য সব দেশও। ছত্তিশগড় সরকার এদিন জানিয়েছে, বিয়ে বা অন্য যে কোনও সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ১০ জন উপস্থিত থাকতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -