পায়ে দগদগে ফোস্কা, হাজার মাইল হেঁটে বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা
সব ছবি: এএফপি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাঁটতে হাঁটতে অনেকের পায়ে ফোস্কা পড়েছে। কিন্তু হাঁটা থামাননি তাঁরা।
নকল পায়ের ভরসায় পাড়ি দেওয়া এক রাজ্য থেকে অন্য রাজ্য।
গ্রীষ্মের রৌদ্রে এভাবে হাজার হাজার মাইল হাঁটলে করোনা না হোক, হিট স্ট্রোক হতেই পারে। কিন্তু তবু এই শ্রমিকরা মরিয়া।
‘এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব..’
সঙ্গে ছোট্ট শিশু, পথেই বিশ্রাম নিচ্ছেন মজদুর মা।
তবে প্রধানমন্ত্রী ফের লকডাউনের ঘোষণা করায় দ্রুত কাজকর্ম শুরুর যে আশা ছিল, তা নষ্ট হয়ে গিয়েছে। যদিও প্রধানমন্ত্রী বলেছেন, এই চতুর্থ দফার লকডাউনে বেশ কিছু ছাড় দেওয়া হবে।
কেন্দ্র এই শ্রমিকদের নিজের নিজের রাজ্যে ফেরানোর জন্য শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। তবু অনেকে হেঁটেই ফিরছেন। আবার অনেকে অপেক্ষা করছেন, ট্রেনের যাত্রী তালিকায় নিজেদের নাম ওঠানোর জন্য।
পায়ে জুতো নেই, পিঠে ছোট ভাই। তার মধ্যেই তেতে ওঠা পিচ ঢালায় রাস্তায় মাইলের পর মাইল পাড়ি।
লকডাউনে লাটে উঠেছে কাজকর্ম। মাইনেপত্র বন্ধ, দোকানপাট বন্ধ থাকায় খাবার জোটাও মুশকিল হয়ে পড়েছে। আর ভিন রাজ্যে বসে থেকে করবেনটা কী? হাজার মাইল হেঁটে বাড়ি ফিরছেন শ্রমিকের দল। দেখুন তাঁদের কিছু ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -