Ayodhya Ram Mandir: আগামীকালই পা রাখবেন মোদি, উৎসবনগরীর চেহারা নিয়েছে অযোধ্যা, দেখুন ছবি
২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম জন্মভূমি মন্দিরের। তার আগে ৭ দিন ধরে পালন করা হবে বিভিন্ন আচার অনুষ্ঠান। এখনই যেন উৎসবের শহর অযোধ্যা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমন্দির উদ্বোধনের আগে কাল অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী। রামজন্মভূমিকে কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। তার আগে শুক্রবার অযোধ্যায় যাবে যোগী।
অযোধ্যা ধাম জংশন স্টেশন ও মহর্ষি বাল্মিকীর নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশপাশি, সরযূ ঘাটের সৌন্দর্যায়নের প্রকল্পেরও শিলান্যাস করবেন নরেন্দ্র মোদি।
মোদি ও যোগীর আগে অযোধ্যাজুড়ে সাজো সাজো রব। রেলস্টেশন, এয়ারপোর্টের পাশাপাশি, হনুমানগড়িতেও এখন তুমুল ব্য়স্ততা।
রাম জন্মভূমিতে শুধুই রামায়ণের থিম। রাম জন্মভূমির প্রত্য়েকটা বাড়ি সেজে উঠেছে একইরকম রঙে। প্রত্য়েকটা লাইটস্ট্য়ান্ড ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে।
পরিকল্পনা, এয়ারপোর্ট থেকে স্টেশন পর্যন্ত মোদির যাত্রাপথের বিভিন্ন জায়গায় উপস্থিত থাকবেন সাধু সন্তরা। করা হবে পুষ্পবৃষ্টি।
শুক্রবার অযোধ্যায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে রামমন্দির ট্রাস্টের।
৩ জন শিল্পী রামলালার ৩ তিনধরনের ৫১ ইঞ্চির পাথরের মূর্তি তৈরি করেছেন। গর্ভগৃহে রামলালার কোন মূর্তি প্রতিষ্ঠা করা হবে, তা নিয়ে আজই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্দির আধিকারিকদের সূত্রে খবর, ১৬ জানুয়ারি, সরযূ নদীর তীরে হবে 'দশবিধ' স্নান। এরপর হবে বিষ্ণু পুজো, গো মাতার উদ্দেশে প্রদান করা হবে নৈবেদ্য।
মন্দির আধিকারিকদের সূত্রে খবর, ১৬ জানুয়ারি, সরযূ নদীর তীরে হবে 'দশবিধ' স্নান। এরপর হবে বিষ্ণু পুজো, গো মাতার উদ্দেশে প্রদান করা হবে নৈবেদ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -