Kerala Weather Update: নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকছে কেরলে, বঙ্গে কবে থেকে শুরু বৃষ্টি?
আগামী ৩ জুন কেরলে ঢুকছে বর্ষা। মঙ্গলবার থেকেই শক্তি বাড়াচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বঙ্গোপসাগরে বেশ কিছুটা এগিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। রবিবার এমনটাই জানাল মৌসম ভবন। কেরলে বর্ষার কারণে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে আগামী কয়েকদিনের মধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্যদিকে, উত্তরবঙ্গের দু-একটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যে চলছে প্রাক বর্ষা। নির্ধারিত সময়ে বাংলাতেও শুরু হচ্ছে বর্ষা, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। রায়গঞ্জে প্রবল বৃষ্টি, জলমগ্ন অধিকাংশ রাস্তা। রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের মধ্যে ২০টি ওয়ার্ডই জলমগ্ন। দক্ষিণ দিনাজপুরেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে আগামী ৪৮ ঘণ্টায় ২ থেকে ৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী দু-দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গে বরং অস্বস্তি বাড়াবে তাপমাত্রা। তবে জুন মাসের প্রথম সপ্তাহেই প্রাক বর্ষার বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পারে।
অন্যদিকে কর্ণাটক উপকূলেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় সক্রিয় হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। উত্তর প্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বিহার ও উত্তরপ্রদেশের আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব মধ্য আরব সাগর এবং কর্ণাটক উপকূলে। এর প্রভাবে দক্ষিণের বেশকিছু রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস। কেরল ও কর্নাটকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -